ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী কর্তৃক আয়োজিত নারী ও শিশুর জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে কিশোর ও কিশোরীদের অংশগ্রহনে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেটে ব্র্যাক লার্নিং সেন্টারে এক যুব সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন স্কুল, কলেজের কিশোর, কিশোরী, ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।
ব্র্র্যাক ডিভিশনাল ম্যানেজার পিএসইউ রিপন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও টেকনিক্যাল ম্যানেজার মহসীনের সঞ্চালনায় যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, মান, সম্মান, ইজ্জত নিয়ে বেঁচে থাকার প্রতিটি মানুষের অধিকার আছে। আমাদের সমাজ দিন দিন উন্নত হচ্ছে তাই সমাজে কোন অসুখ দেখা দিলে তা সবাই মিলে সারিয়ে তুলতে হবে। শিক্ষিত হলেই হবে না বরং প্রকৃত মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা। তাই সমাজে নারী পুরুষকে সমান চোখে মানুষ হিসেবে দেখতে হবে। প্রলুব্ধ হয়ে কোন ক্ষতিকর কাজ করা যাবেনা। সমাজে নারী ও শিশুর নির্যাতন বন্ধ করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাকের অপারেশন ম্যানেজার ফজলে রাব্বী, সিনিয়র জেলা ব্যবস্থাক কায়েম উদ্দিন, জোনাল এইচআর জাহাঙ্গীর আলম, আঞ্চলিক ব্যবস্থাপক মিতালীধর, ব্র্যাক ফেলো শামীম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি