স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনের মধ্যে দিয়ে ও যথাযোগ্য মর্যাদায় সিলেটে বিজয় দিবস উদযাপিত হয়েছে। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে পাওয়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ফুল দিয়ে বীর শহীদদের শ্র্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন সিলেটের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার
মানুষ। ১৯৭১ সালের এই দিনে বাঙালির কাছে আত্মসমর্পণ করেছিলে পাক হানাদার বাহিনী। বিজয় অর্জন করে বাংলাদেশ। গত বুধবার ভোর থেকেই মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন।
প্রথমে ফুল দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মিনার বাস্তবায়ন কমিটি। এরপর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর, সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, সিলেট জেলা পরিষদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, সিলেট সিটি করপোরেশন, আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর, বিএনপি সিলেট জেলা ও মহানগর, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট চেম্বার, জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রদল, ইনোভেটর, ইব্রাহিম স্মৃতি সংসদ, উদীচি সিলেট, মা ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবক লীগ, কিডনি ফাউন্ডেশন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, সিলেট জেলা, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন। সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের ব্যবস্থাপনায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বুধবার শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনারসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে পালিত হলো মহান বিজয় দিবস।
সিলেট সহ বিভিন্ন জেলা-উপজেলায় পালিত কর্মসূচী :
জেলা ও মহানগর আওয়ামী লীগ : সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত সোনার বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে আরোহন করছে। যা সম্ভব হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে। তাই মনে রাখতে হবে, কোনো রাজাকার তো দূরে, রাজাকারের সন্তানও যেন আওয়ামী লীগে ঠাঁই না পায়। নতুবা তাদের দূষিত রক্ত আমাদের সংগঠনকে ক্ষমতাচ্যুত করতে চাইবে।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
১৬ ডিসেম্বর বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁনের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সৈয়দা জেবুন্নেছা হক, আলহাজ্ব আশফাক আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন পিপি, এডভোকেট রাজ উদ্দিন আহমেদ জিপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, হুমায়ূন ইসলাম কামাল, বিজিত চৌধুরী, এডভোকেট শাহ মোঃ মশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট খোকন কুমার দত্ত, হাজী রইছ আলী, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমেদ, এডভোকেট মাহফুজুর রহমান, আব্দুর রহমান জামিল, কবির উদ্দিন আহমদ, হাজী ফারুক আহমেদ, ডাঃ আরমান আহমদ শিপলু, এডভোকেট গোলাম সোবহান চৌধুরী দীপন, মস্তাক আহমদ পলাশ, হাজী মইনুল ইসলাম, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, এডভোকেট আজমল আলী, জামাল আহমদ চৌধুরী, সৈয়দ মিসবাহ উদ্দিন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, আব্দুস সোবহান, নাজমুল ইসলাম এহিয়া, মোঃ সানোয়ার, শাহিদুর রহমান শাহীন, আমাতুজ জোহরা জেবিন, শমশের জামাল, মজির উদ্দিন, এডভোকেট মনসুর রশীদ, এডভোকেট দিলওয়ার আল আজহার, এডভোকেট জাহিদ সরোয়ার সবুজ, ডাঃ নাজরা চৌধুরী, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ কয়েস, জেলা তাঁতী লীগের সদস্য সচিব আলমগীর হোসেন।
অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেল, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক নোমান আহমদ, জেলা তাঁতী লীগের সদস্য সচিব সুজন দেবনাথ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ প্রমুখ।
উল্লেখ্য এর আগে সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা : সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল অনুরাগীকে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। দেশ ও জাতি গঠনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিকে সর্বাত্মক সমর্থন ও মৌলবাদ ও সাম্প্রদায়িক রাজনীতিকে চিরতরে এদেশ থেকে নির্মূল করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি রক্তদান কর্মসূচির জন্য বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান কর্মসূচীর উদ্বোধনকালে তিনি একথা বলেন।
সকাল সাড়ে নয়টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল দশটায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট মোশাহিদ আলী, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আব্দুল খালিক, জেলা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযুদ্ধ গবেষক আল– আজাদ।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্দুল জলিল, মহানগর কমিটির সভাপতি মো. মজির উদ্দিন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক রাজু, মহানগর সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাসের নেতৃত্বে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি মো. কবির খান, উপাধ্যক্ষ অজয় কুমার রায়, বাহার উদ্দিন আকন্দ, মহানগর কমিটির সহ-সভাপতি প্রদীপ চন্দ্র দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক সালা উদ্দিন বেলাল, আব্দুল আহাদ, মহানগর কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শোয়েব আহমদ, রাজীব সী সুমন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, এনামুল হক চৌধুরী সোহেল, জয়নাল আহমদ চৌধুরী, বিপ্লব পুরকায়স্থ, আক্তার হোসেন, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক শমসের রাসেল, বশারত আলী বাশার, জেলা কমিটির দপ্তর সম্পাদক কামরুল আনাম চৌধুরী, মহানগর কমিটির দপ্তর সম্পাদক শাহিন আহমদ চৌধুরী নয়ন, জেলা কমিটির বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফৌজিয়া আক্তার, মুহিবুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক পরিতোষ বাবলু, কৃষি বিষয়ক সম্পাদক কাজল রায়, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, প্রচার সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সালা উদ্দিন পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদক সাইফা আক্তার শিপন, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অধ্যাপক
ফখরুল ওয়াহিদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান, মহানগর কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক জ্যোতিষ মজুমদার, অর্থ সম্পাদক শামীম আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক কানন দাশ, প্রচার সম্পাদক সুবেন্দু শেখর পাল মিঠু, সাংস্কৃতিক সম্পাদক হিল্লোল শর্মা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জবরুল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক এনামুল হক শিপু, জেলা কমিটির সিনিয়র সদস্য এডভোকেট মো.আজমল আলী, তাজ উদ্দিন, অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস প্রমুখ।
বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক : মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংকের নেতৃবৃন্দ। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে ৭টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংকের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক সিলেট এর সভাপতি কবীর আহমদ শরীফ ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার এর নেতৃত্বে দিবসের প্রথম প্রহরে জেলাপ্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ব-বাস্তবতার কারণে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মসূচিতে উপস্থিত ছিলেন নীলদলের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দত্ত, অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল সাধারণ সম্পাদক রত্নেশ্বর ভট্টাচার্য, ব্যাংক ক্লাবের সভাপতি জলি তালুকদার, সিবিএ সভাপতি মোঃ মোফাখ্খারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মোহাম্মদ আলমগীর।
এছাড়াও উপস্থিত ছিলেন, সতীশ চন্দ্র দাস, রনজিত চন্দ্র মালাকার, আসাদুল হাকিম, মো. আব্দুল মোতালেব, আতিকুর রহমান চৌধুরী, দিপুল শিকদার, দীপ চৌধুরী প্রমুখ।
মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ : মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ১ নম্বর মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়।
ইউনিয়ন পরিষদের সচিব সজল কুমারদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১ নম্বর মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মকন মিয়া।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সদস্য জবরুল ইসলাম জগলু, হোজায়ফা চৌধুরী সুজা, মো. মকব্বির আলী, মো. মতিউর রহমান খান, মো. মাসুক মিয়া, নজরুল হোসেন, এমদাদ হোসেন, নজরুল ইসলাম খান, লিমন পুরকায়স্থ প্রমুখ।
জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখা : বিজয় দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখা বিভিন্ন কর্মসূচী পালন করেছে। ১৬ ডিসেম্বর ভোরে দলীয় অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সাড়ে এগারোটায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় অংশগ্রহণ করেছে। উক্ত কর্মসূচিতে অংশ নেন জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, জেলা শ্রমিক লীগের ক্রীড়া সম্পাদক শাহ আলম ছুরুক, সহসম্পাদক ও নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর এ আলম, সহসম্পাদক ও স্বর্নশিল্পি শ্রমিক লীগের সভাপতি রফিক আহমদ, সহসম্পাদক ও স্বর্ণ শিল্পি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সমরেন্দ্র সিংহ, সহসম্পাদক প্রনয় কান্তি ঘোষ, জেলা শ্রমিক লীগের সিনিয়র সদস্য বিধু ভূষন চক্রবর্তী, জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগে সিবিএ সিলেট অঞ্চলের সভাপতি মোহাম্মদ রেহান, সিলেট ব্যাংক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ব্যাংক কর্মচারী ফেডারেশনের কার্যকরি সভাপতি ও সোনালী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক খালেদ আহমদ ছৌধুরী, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক ফয়ছল মাহমুদ, রুপালী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান,দক্ষিন সুরমা উপজেলা শ্রমিক লীগের সিঃ সহ-সভাপতি ইসহাক মিয়া, জেলা রিক্সা শ্রমিক লীগের সভাপতি মুজিবুর রহমান, দোখান কর্মচারী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুজিত রায়, টি এ্ড টি ফেডারেল ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুনির উদ্দিন, পোস্ট অফিস সিবিএ নেতা মোহাম্মদ ইলু মিয়া, শ্রমিক লীগ নেতা মোঃ অহীর মিয়া।
মহানগর শ্রমিক কল্যাণ : মহান বিজয় দিবসে আলোচনা সভা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরী। বুধবার সন্ধ্যায় ফেডারেশনের মহানগর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াসীন খাঁনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মো.শাহজাহান আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন আলমগীর, উবায়দুল হক শাহিন, আক্কাস আলী, মাও আব্দুল্লাহ, বদরুজ্জামান, আব্দুল জলিল, মিয়া মোহাম্মদ রাসেল, দিলশান মিয়া, ক্বারি আব্দুল বাছিত মিলন, রাশিদ আহমদ চৌধুরী, মুহিবুর রহমান শামিম, আবু বক্কর, আব্দুল বারি, সালেক আহমদ প্রমুখ।
সিলেট বিভাগ গণদাবী ফোরাম : সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় গত ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ছিলো সকালে ফোরামের সুরমা ম্যানশনের ৩য় তলাস্থ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও দুপুরে আলোচনা সভা।
সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মসুদুর রহমান চৌধুরী, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, শিক্ষক আব্দুল মালিক, এম.এ জলিল, কয়েছ আহমদ সাগর, আমিন তাহমিদ, শওকত আলী প্রমুখ।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন স্বাধীনতার ৪৯ বছর পরও বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হতে পারেনি। এর অন্যতম প্রধান কারণ উচ্চ পর্যায়ে সর্বগ্রাসী দুর্নীতি। গণতন্ত্র, নির্বাচনের নামে আমলা ও এক শ্রেণির রাজনীতিক ও ব্যবসায়ীরা আলীশান জিন্দেগি ভোগ করছে। কানাডা সহ বিভিন্ন দেশে বেগমপাড়া গড়ে তুলেছে। দেশে কোটি কোটি শিক্ষিত যুবক বেকার। ৮০ ভাগ মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। বহুতল ভবন ও মার্কেট উন্নয়নের প্রতীক হতে পারে না। কৃষি ও কর্মসংস্থান, স্বাস্থ্য সুরক্ষা ৯০ ভাগ নিশ্চিতের নামই হচ্ছে উন্নয়ন। মোটকথা আলীবাবা ৪০ চোর ও বাগদাদের চোররা বিজয় দেখলে, আজাদী প্রিয় জাতি আজও বিজয় দেখেনি। প্রকৃত উন্নয়ন চাইলে লুণ্ঠন বন্ধ করতে হবে। তিনি দেশবাসীকে লুটেরাদের বিরুদ্ধে আরো একটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ গড়ে তোলার আহবান জানান।
মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি পূর্ব বুধবার সকাল ৯টায় জিন্দাবাজার পয়েন্টে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপত্বিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এডভোকেট, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, সমবায় ও গবেষণা বিষয়ক সম্পাদক এম.এ লাহিন, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতোয়াল্লী ফলিক, আমিরুল হোসেন চৌধুরী আমনু, মুক্তাদির কিবরিয়া সিরাজী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, সিনিয়র সহ সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন তাহমিদ, কৃষি সম্পাদক রতন তালুকদার, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, তাভীর আহমদ মালেক, হেলাল আহমদ হেলাল, পুলক সরকার, আপন দাশ প্রমুখ।
সিলেটে আনসার ভিডিপি : ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন উপলক্ষে সিলেট আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাপক কর্মসূচী পালন করেছে।
সিলেট আনসার- গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ডান্ট এনামুল খাঁন এর নেতৃত্বে ফজর নামাজ শেষে দোয়া মাহফিল, সূর্য উদয়ের সাথে কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে সালাম প্রদান করা। জেলা কার্যালয়ে বেলা ১১টা থেকে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদশর্ন, বিকাল সাড়ে ৩টা থেকে আকর্ষণী প্রীতি ভলিবল ও ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বিজয়ীদের মধ্যে জেলা কমান্ডান্ট এনামুল খাঁন পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সহকারী পরিচালক মোঃ মশিউর রহমান মানিক, জেলা কার্যালয়ের সার্কেল অ্যাডজুটান্ট এ.এস.এম এনামুল হক।
মহান বিজয় দিবস পালন কর্মসূচিতে আখালিয়াস্থ আনসার- গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় আলোক সজ্জা ও পাতাকা দিয়ে সাজানো হয়।
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন : মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা গত ১৬ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি, সহকারী কমিশনার ভূমি ফারজানা আক্তার মিতা, দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন, মোগলাবাজার থানার ওসি মোঃ ছাহাবুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সাবেক সহ সভাপতি চুনু মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা ফজলুল করিম হেলাল, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা মামুনুর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মতিউর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সহ সভাপতি সাহাদ উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, সাবেক সহ সভাপতি ইমাদ উদ্দিন নাসিরী, অর্থ সম্পাদক আব্দুল খালিক, দপ্তর ও পাঠাগার সম্পাদক শরিফ আহমদ, নির্বাহী সদস্য খায়রুল আমিন রাফসান, সদস্য আজমল আহমদ রুমন, আওয়ামীলীগ নেতা খিজির খান, পংকি মিয়া, গৌছ মিয়া, তাহসিন আহমদ দিপু, আতিকুর রহমান, হাজী আতিকুর রহমান, শানর মিয়া, মহিউদ্দিন আহমদ, আখতার হোসেন, আনোয়ার আলী, আবুল মিয়া, মুমিন হোসেন, নেছার আলী, সিলাম ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান, সাহেল আহমদ চৌধুরী কামাল মেম্বার, সেলিম আহমদ মেম্বার, তুহিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়, শিক্ষা কর্মকর্তা রাজ্জাক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মইনুল আহসান, উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষ, প্রাণী সম্পদ কর্মকর্তা ফুরুজা বেগম, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা ফখরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইশফাক উদ্দিন চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা মোস্তফা মাহবুব ইফতেখার চৌধুরী, সমবায় কর্মকর্তা মাহবুবুর রহমান, আনসার বিডিবি কর্মকর্তা তানিয়া লাইজু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মুমিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মুসলিমা বেগম, সহকারী মৎস্য কর্মকর্তা ছমির উদ্দিন, যুবলীগ নেতা লাহিন আহমদ, মনসুর আহমদ চৌধুরী, নন্দন চন্দ্র পাল, নিজাম উদ্দিন, লায়েক আহমদ জিকু, জাকারিয়া উল হক দক্ষিণ সুরমা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি কামরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহেদ প্রমুখ।
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন : মহান বিজয় দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা গত ১৬ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, সহকারী কমিশনার ভূমি মৌসুমী মান্নান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোঃ সাফায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুল ইসলাম মানিক, মীর সাখাওয়াত হোসেন তরু, সিরাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস, আব্দুল হাই খসরু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা আবু সাঈদ মিয়া, কৃষি কর্মকর্তা সুব্রত কর, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজন দেবনাথ, আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম মিছলু প্রমুখ।
এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন।
বালাগঞ্জ উপজেলা প্রশাসন : মহান বিজয় দিবস উপলক্ষে বালাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা গত ১৬ ডিসেম্বর বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি পলাশ মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, সহ সভাপতি আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম কামাল, পূর্ব পৈলন পুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, পুর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন, সাংবাদিক বুলন, আওয়ামীলীগ নেতা নয়ন তালুকদার প্রমুখ।
হাসান মার্কেট : মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভায় ও দোয়া মাহফিল গত ১৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় মার্কেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি প্রবীণ ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আকিক, সমিতির সহ সভাপতি আহমদ আফজাল সিরাজ পাভেল ও মোঃ আখতার হোসেন সুহেল, সহ সাধারণ সম্পাদক মোঃ সাহেদ বকস, দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, কার্যকরী সদস্য শরীফ হোসেন, রিন্টু চক্রবর্তী।
উপস্থিত ছিলেন ব্যবসায়ী আমিনুর রহমান খসরু, কামাল আহমদ, আজিজুল মকসুদ তালহা, জামাল খান, মিনহাজ আলম খান মিলু, সাদ্দাম হোসেন মিলন, সুমন বাপ্পি প্রমুখ।
হাফিজ এনামুল হক এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামী যুব আন্দোলন ১৪নং ওয়ার্ড : ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেছেন ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে পরাজিত পাক বাহিনী শুধুমাত্র ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলো নাকি বাংলাদেশ মুক্তিবাহিনী ও ভারতীয় যৌথ বাহিনী (মিত্র বাহিনী) কাছে আত্মসমর্পণ করেছিল? নিয়াজির আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল জগজিৎ সং অবোরর সাথে কেন জেনারেল এমএজি ওসমানীকে থাকতে দেওয়া হলো না। তিনি কখন কোথায় ছিলেন এ বিষয় নিয়ে আজ কেউ কোন কথা বলেন না। এটা খুবই দুঃখজনক।
ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগরের ১৪নং ওয়ার্ডের উদ্যোগে ১৬ ডিসেম্বর বুধবার রাত ৮টায় মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
১৪নং ওয়ার্ড সভাপতি মো. আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আলমের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরফ উদ্দিন খান, ইসলামী আন্দোলন ১৪নং ওয়ার্ড শাখার সভাপতি মো. শাহজালাল, সহ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারী মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আহমদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন ২৩নং ওয়ার্ড সভাপতি হাফেজ ওলিউর রহমান, সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, ১৪নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন, দপ্তর সম্পাদক ইজাজুল ইসলাম, অর্থ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
সিলেট ষ্টেশন ক্লাব লি: : মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা এবং ক্লাব সদস্যদের আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর (বুধবার) দুপুর ১২টায় সিলেট স্টেশন ক্লাবে ২১জন বীর মুক্তিযোদ্ধা ও ১২জন মুক্তিযুদ্ধের সংগঠকের পরিবারের সদস্যদের হাতে এই সম্মাননা দেন ক্লাব সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বীর প্রতীক মরহুম ইনামুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা মরহুম এনাম আহমদ চৌধুরী, বীর বিক্রম মরহুম ইয়ামীন চৌধুরী, বীর প্রতীক সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা এড. মুজিবুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা মরহুম এনামুল হক, মুক্তিযোদ্ধা এনায়েত আহমদ, মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ মহসিন আলী, মুক্তিযোদ্ধা অরুনোদ্বয় ব্রহ্ম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত আলী, মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর, মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ আলী সুলতান, মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম, মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আকিল আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আলী আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা বিচারপ্রতি ড. মো. আবু তারিক, মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ও বীর প্রতিক মেজর অবসর তাহের উদ্দিন আখঞ্জি, মুক্তিযোদ্ধের সংগঠক মরহুম হুমায়ুন রশীদ চৌধুরী, মরহুম নবাব আলী সফদর খান, মরহুম মশুদ আহমদ চৌধুরী, ইছমত আহমদ চৌধুরী, মরহুম রওনক চৌধুরী, মরহুম আব্দুল লতিফ সরদার, মরহুম ড. নুরুল হোসেন চঞ্চল, মরহুম আখতার আহমদ, মরহুম এ এইচ সাহাদত খান, মরহুম সিরাজ উদ্দিন আহমেদ, মো. নুরুল ইসলাম খান এডভোকেট ও প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের পরিবারের হাতে সম্মাননা প্রদান করা হয়।
সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহ সভাপতি মো. আবু বকর হিরনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা বিভাগের সদস্য দেলোয়ার জাহান চৌধুরী আপেল, ব্যবস্থাপনা বিভাগের সদস্য এনায়েত আহমদ, সাংস্কৃতিক বিভাগের সদস্য মোহাম্মদ আলতাফ, উন্নয়ন ও আবাসিক বিভাগের সদস্য নেহাল মোহাম্মদ হাসনাইন, বিনোদন বিভাগের সদস্য সুদীপ রঞ্জন সেন বাপ্পু, আপ্যায়ন বিভাগের সদস্য মুফতি এ. এস. শামীম আহমদ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পরিচালনা করেন ক্রীড়া বিভাগের সদস্য রাফি ইবরাহিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাব সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ক্লাব সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম, এডভোকেট ই. ইউ. শহিদুল ইসলাম শাহীন, বিচারপতি ড. আবু তারিক, ফজলে এলাহি চৌধুরী প্রমুখ।
মহানগর শিবির : মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী।
বুধবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতেই নগরীর বন্দরবাজার থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালীটি নয়াসড়কে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালী শেষে সিলেট মহানগর শিবির সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কাযকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মামুন হোসাইন।
শিল্পকলা একাডেমি : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের গর্ব ও অহংকার, আমাদের জাতীয় জীবনে এক সুমহান মর্যাদা ও সীমাহীন গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। নগরীর পূর্ব শাহী ঈদগাহ্স্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বুধবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ; পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম; জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ; মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ; জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান; মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন; বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী এবং মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ। আলোচনা পর্ব শেষে একাডেমির আবৃত্তিশিল্পী নাফিসা তানজীনের সঞ্চালনায় দিবসভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয়, দ্বৈত ও একক পরিবেশনায় অংশগ্রহণ করেন নৃত্যশৈলী সিলেট, ছন্দনৃত্যালয় সিলেট, শ্রীহট্ট ললিতকলা একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যের শিশু ও সাধারণ বিভাগ, হিমাংশু বিশ^াস, আমিনুল ইসলাম চৌধুরী, রজত কান্তি গুপ্ত, তন্বী দেব, জান্নাতুল নাজনীন আশা, বাপ্পী মজুমদার ও জান্নাত তাসনোভা চৌধুরী স্মিতা।
জালালাবাদ গ্যাস : মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২০ তারিখ বুধবার জালালাবাদ গ্যাস ভবন প্রাঙ্গণে সূূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলা ৮টায় জালালাবাদ গ্যাস মসজিদে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্। এতে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপকগণ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং জাতীয় শ্রমিক কর্মচারী লীগ(সিবিএ-২৫২০) এর নেতৃবৃন্দ। বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আকমল হোসাইন।
মহান বিজয় দিবসে অন্যান্য কর্মসূচীর মধ্যে বেলা ৯টায় ঘটিকায় জেলা প্রশাসক, সিলেট কার্যালয়ের প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্ ও মহাব্যবস্থাপকগণসহ সিবিএ(২৫২০) ও এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
জেলা ও মহানগর যুবদল : মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এক ব্যর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর ) সকাল ১১টায় সিলেট নগরীর ধোপাদীঘির পার হতে বর্ণাঢ্য বিজয় র্যালী শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুরমা পয়েন্টে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক ও জেলা সদস্য সচিব মকসুদ আহমদ এর যৌথ পরিচালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনছার উদ্দিন বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগরের সিনিয়র সদস্য আনোয়ার হোসেন মানিক, জেলা সিনিয়র সদস্য এড. মোমিনুল ইসলাম মুমিন, মহানগরের সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, জেলা সদস্য আখতার আহমদ, মহানগরের সদস্য সাহিবুর রহমান সুজান, জেলা সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ, জেলা সদস্য সাঈদ আহমদ, জেলা সদস্য সাহেদ আহমদ চমন, জেলা সদস্য মঈনুল ইসলাম মঞ্জু, মহানগরের সদস্য লোকমান আহমদ, মহানগরের সদস্য সোহেল মাহমুদ, মহানগরের সদস্য বেলায়েত হোসেন মোহন, মহানগরের সদস্য নজরুল ইসলাম, জেলা সদস্য মিজানুর রহমান নেছার, জেলা সদস্য লিটন আহমদ, মহানগরের সদস্য উমেদুর রহমান উমেদ, সদস্য এমদাদুল হক স্বপন, জেলা সদস্য অলি চৌধুরী, জেলা সদস্য কয়েস আহমদ, মহানগরের সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মহানগরের সদস্য মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জেলা সদস্য ফখরুল ইসলাম রুমেল, জেলা সদস্য মফিজুস সামাদ চৌধুরী মাহফুজ, মহানগরের সদস্য মির্জা সম্রাট, জেলা সদস্য জি.এম বাপ্পি, মহানগরের সদস্য রেজওয়ান আহমদ, জেলা সদস্য আলি আহমদ আলম, মহানগরের সদস্য উসমান গনি, জেলা সদস্য মকসুদুল করিম নুহেল, জেলা সদস্য সাইফুল ইসলাম, জেলা সদস্য মতিউর রহমান আফজাল, মহানগরের সদস্য জয়নুল ইসলাম জনি, জেলা সদস্য মাসুক আহমদ, মহানগরের সদস্য নাছির উদ্দিন রহিম, জেলা সদস্য আমিনুল ইসলাম আমিন, জেলা সদস্য আব্দুল মালেক, মহানগরের সদস্য ইসহাক আহমদ প্রমুখ।
সিলেট প্রেসক্লাব : মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। বুধবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ইকরামুল কবির, সহ-সভাপতি এম এ হান্নান ও আবদুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, কার্যনির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ও এম আহমদ আলী, ক্লাব সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আব্দুল বাতিন ফয়সল, এম এ মতিন, মো. দুলাল হোসেন, হাসান মো. শামীম, সহযোগী সদস্য মো. ওয়াহিদুর রহমান প্রমুখ।
হিলুয়াছড়া বাগানে চা-শ্রমিক : মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের প্রথম প্রহরে হিলুয়াছড়া চা-বাগানে শহীদ মিনারে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছেন চা-শ্রমিক ও রাবার শ্রমিকবৃন্দ।
১৬ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটের সময় রাগীব রাবেয়া প্রাথমিক স্কুলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, হিলুয়াছড়া চা-বাগানের বিমল গঞ্জু, মদন গঞ্জু, সজল ব্যানার্জী, রনজীত বাউড়ী, ডালিম ফুরাজি, সুজন মিয়া, জয়েন্তি চন্দ্র, মায়ামণি গঞ্জ। তেলীহাটি বাগানের, আব্দুল খালিক, জালাল, আমিনুল, রাজন, কদির, বিব্দ্রম গোয়ালা, শুশান্ত গঞ্জু, বারেক মিয়া, মিলন মুন্ডা, শিবু বাউড়ি, কৃষ্ণ ব্যানার্জী, হরেন ভৌমিক প্রমুখ।