রাস্তাঘাটের পানি কমছে, বাড়ছে দুর্ভোগ

8
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার :
সিলেট সদর উপজেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় তলিয়ে যাওয়া রাস্তাঘাট-বাসা বাড়ির পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে। তবে মানুষ জন পড়েছেন দুর্ভোগে। গতকাল বুধবার ভোররাত ও সকালের বৃষ্টিতে সিলেটে আবারও পানি বাড়তে শুরু করেছে। তবে দুপুরের পর থেকে বৃষ্টি না হওয়ায় অনেক জায়গায় পানি কমতে দেখা গেছে। গতকাল সুরমা-কুশিয়ারার পানি বিভিন্ন স্থানে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া নগরীর কিছু কিছু জায়গায় ছড়া ও ড্রেনের পানি না নামায় লোকজন পড়েছেন আরো দুর্ভোগে।
এদিকে, সরকারি উদ্যোগে বন্যাকবলিত সিলেট সদর উপজেলায় মানুষের দুর্ভোগ লাঘবে নতুন করে ১০০ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। সিলেট-১ আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ঐকান্তিক প্রচেষ্টায় এ বরাদ্ধ পেলো সিলেট সদর উপজেলা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সিলেট -১ আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন গত রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপির কাছে একটি ডিও লেটার পাঠান। ডিওতে আকস্মিক বন্যায় সিলেট সদর উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ড. মোমেন বিশেষ বরাদ্ধ দেয়ার অনুরোধ করেন ত্রাণ প্রতিমন্ত্রীর কাছে। ডিও লেটার প্রেরণের পরদিন গত সোমবার সিলেট সদর উপজেলার বন্যাকবলিত মানুষের জন্য বিশেষ বরাদ্ধ হিসেবে ১০০ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়।
অপরদিকে, সিলেটের জেলা প্রশাসকের পক্ষ থেকে এ অঞ্চলের বন্যাকবলিত লোকজনের জন্য ১৮ মেট্রিক টন চাল ও নগদ ৭২ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়েছে বলে জানা গেছে।