আব্দুর রাজ্জাক
আঁধার ঘরে দাড়িয়ে ছিলো
বীরের দুঃখী মা,
থরথর করে কাঁপছিল হায়
দুঃখী মায়ের পা!
রাত পোহালে দিন আসে ভাই
কপাল মাঝে ঘাম,
মায়ের বুকে আসবে কবে
অপেক্ষার ঐ দাম!
ধর্ষিত আজ ছোট্ট বোনের
কান্না ঝরা মন,
আসবে মাগো তোমার ছেলে
বিজয়ের শেষ ক্ষণ।
রাখবো হাসি সবার মুখে
আনবো দেশে জয়,
বীরের বেশে চলছি মাগো
নেই তো কোনো ভয়।
তুমি যদি একটু ডাকো
আমায় বলে বীর,
যুদ্ধে আর-ও সাহস পাবে
তোমার ছেলে মীর।