কুয়াশার চাদরে দেশ

15

দেশে তাপমাত্রা বেশী না কমলেও কুয়াশার চাদরে ঢেকে আছে বিস্তীর্ণ অঞ্চল। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চল সহ সারাদেশে পড়ছে হালকা, মাঝারি ঘন কুয়াশা। অনেক এলাকায় সারাদিনেও একবার মিলেনি সূর্যের দেখা। এ অবস্থা বেশ কয়েকদিন চলবে। আবহাওয়া সূত্র মতে; এখন দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ছড়িয়ে পড়বে। তবে এটি অস্বাভাবিক নয়, শীতের আগমনের সময়ে কুয়াশার বিস্তার থাকে।
ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সকাল বেলা সূর্যের আলো তো দেখা মিলে না এর মধ্যে ঠান্ডা বাতাসে শীত যে জেঁকে বসেছে অনুভব করা যাচ্ছে। দেশের অন্যান্য মহানগরীর মত সিলেট মহানগরীতে সকালে শীতের প্রকেপে পথচারী সহ ফুটপাতে রাত-জাগরণকারিদের অবস্থা দেখলে মনে হয় প্রচন্ড শীতের আগমনের কথা।
সিলেট অঞ্চলের উত্তর, উত্তর-পূর্ব অঞ্চল ভারতের খাসিয়া-জৈন্তার পাহাড় সহ আটগ্রামের ছোট-বড় হাজারো পাহাড়ি এলাকার ফলে সিলেটের পূর্বাঞ্চলে প্রচন্ড ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসের সাথে শীতের প্রবাহ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।
এদিকে এ অঞ্চলের সীমান্তিক এলাকায় ঘন-কুয়াশাসহ প্রচন্ড শীত পড়েছে। গ্রামাঞ্চলের সাধারণ মানুষ ঘন-কুয়াশার কারণে তীব্র শীত অনুভব করছেন। তবে সবচেয়ে তৃণমূল সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, গরীব-মেহনতি মানুষের মধ্যে দিন-মজুর, রিক্সা চালক, ক্ষেত-খামারে কর্মরত শ্রমিকরা পড়েছেন বিপাকে। প্রচন্ড শীত আর ঘন-কুয়াশার কারণে মাঠে কাজ করতে বিঘ্নতার সৃষ্টি হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে; চলতি মাসের শেষ দিকে সিলেট সহ সারা দেশে প্রচন্ড শীত জেঁকে বসতে পারে, আগে-ভাগে সচেতনতা গড়ে তুলতে পারলে শীতের থাবা থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তাই শীত নিবারণের লক্ষ্যে সকলকে সচেতন হওয়ার বিকল্প নেই।