শিপন আহমদ ওসমানীনগর থেকে :
একদিকে বছরের প্রথম দিন, অন্যদিকে নতুন বই প্রাপ্তি সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ ছিল ওসমানীনগরের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ খাদিমপুর কাঁঠালখাইড় হাফিজিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণ। প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক, অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ ছিল লক্ষ্যনীয়। বছরের প্রথম দিন খালি হাতে মাদ্রাসায় যাওয়া, সহপাঠীদের সঙ্গে অনাড়ম্ভর অনুষ্ঠানে শামিল হয়ে ঝকঝকে বই নিয়ে বাড়ি ফেরাসহ শিক্ষার্থীদের এ আনন্দ-উল্লাস পরিণত হয়েছে উৎসবে। বিভিন্ন রঙের বর্ণিল পাঠ্যবইয়ের মোড়ক হাতে হাতে ছিল ওই প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থীর। ওই দিন শিক্ষার্থীদের আরও বাড়তি আনন্দ দিতে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় অনাড়ম্ভর অনুষ্ঠানের। পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান নানুর সভাপতিত্বে ও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা এনামুল হকের সঞ্চালনায়,বক্তব্য রাখেন, মাওলানা কবির আহমেদ বুলবুল, হাফেজ খলিলুর রহমান হাফেজ আলাউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, শিক্ষক হাবিবুর রহমান মাওলানা সায়েদ আহমদ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুল মতিন আব্দুল কাহার মোঃ মারুফ আলী, লেবু চৌধুরী আনোয়ার হোসেন, রনি আহমেদ ও সাবেক সদস্য আব্দুল হক ও ব্যবসায়ী আব্দুল হাই প্রমুখ।
সরজমিনে মাদ্রাসায় গিয়ে দেখা যায়, বই পেয়ে শিক্ষণার্থীরা আনন্দে এতটাই উদ্বেলিত যে প্রত্যেকের অভিব্যক্তি ছিল,আজ আমরা অনেক খুশি। নতুন বইগুলো নতুন রাখতে চাই। আজই বইয়ে মলাটে লাগাব। মনোযোগ দিয়ে পড়ালেখা করব।
মাদ্রাসার শিক্ষার্থী জেসমিন বেগম, ইব্রাহিম আলী, নরুর রহমান সোয়াইব, সুমাইয়া বেগম, রুমেনা বেগম, সাকিব আহমদ, আরিফা বেগম জানায়, নতুন বই হাতে বন্ধুদের নিয়ে মোবাইল ফোনে অনেক ছবি তোলা হয়েছে। লাল ফ্রেম কাগজ দিয়ে নতুন বইয়ে মলাট দেব। কারণ বইয়ে মলাট না দিলে কি বই ভাল থাকে?
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান নানু জানান, দেশের শিক্ষাক্ষেত্রে আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় উদ্যোগ ও জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্টায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা হাতে হাতে নতুন বই পাওয়ায় সংশ্লিষ্ট সবার মধ্যে এক অন্য রকম আনন্দ বিরাজ করছে। তাদের এই আনন্দ দেশের শিক্ষাক্ষেত্রকে আরও এগিয়ে নেয়ার সহায়ক হিসাবে কাজ করবে।