বর্ণাঢ্য আয়োজনে সিলেটে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

86
বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামীলীগের বর্ণাঢ্য র‌্যালী।
বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা ও মহানগর আওয়ামীলীগের বর্ণাঢ্য র‌্যালী।

স্টাফ রিপোর্টার :
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
এ উপলক্ষে দুপুরে রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‌্যালি। যা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন নেতাকর্মীরা। র‌্যালিতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলার সহ সভাপতি ও সদর উপজেলা চেয়াম্যান আশফাক আহমদ, যুগ্ম সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন খান প্রমুখ। এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাও র‌্যালিতে অংশগ্রহণ করেন।
এদিকে সিলেট নগরী ছাড়াও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
জগন্নাথপুর থেকে সংবাদদাতা জানিয়েছেন : জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আ’লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২৩ জুন রবিবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটোরিয়ামে সমাবেশে মিলিত হয়। জগন্নাথপুর উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ’লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূঁইয়া। বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সহ-প্রচার সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আসম আবু তাহিদ, উপজেলার আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, স্বাস্থ্য সম্পাদক মশহুদ আহমদ, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, জগন্নাথপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক। উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী আবদুল গফুর, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল ও পাইলগাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন। উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল মুকিত, কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল আহমদ প্রমুখ।
দক্ষিণ সুরমা উপজেলা আ’লীগ : দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যাগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক হাজী রইছ আলীর নেতৃত্ব নগরীতে এক আনন্দ মিছিল বের হয়। গতকাল ২৩ জুন রবিবার বেলা ১১টায় কীন ব্রিজের দক্ষিণ মুখে মৌবন মার্কেটের সামান থেকে আনন্দ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট রেজিস্ট্রারী মাঠে জেলা ও মহানগর আওয়ামীলীগের আনন্দ মিছিলে যোগদান করেন।

বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের বর্ণাঢ্য র‌্যালী।

মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, আওয়ামীলীগ নেতা মাসুক উদ্দিন, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা তপন চন্দ্র পাল, সিলেট জেলা কৃষকলীগ নেতা জাহেদ আলী, জেলা তাঁতিলীগের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য আলী আহমদ এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ উদ্যোগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী রইছ আলীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ইছন। এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জৈন্তাপুর উপজেলায় আ’লীগ : বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়েছে। ২৩ জুন রবিবার সকাল ১১টায় র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর উপ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ বাবরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আতাউর রহমান বাবুল, আব্দুল জলিল, নুর উদ্দিন মড়া, ফারুক আহমদ, হানিফ মোহাম্মদ, কামরুজ্জামান চৌধুরী, ইমাম উদ্দিন, আব্দুল মান্নান।
উপস্থিত ছিলেন সুবাস দাস বাবলু, মোঃ সোহেল রানা, সায়েম আহমদ, নুরুল ইসলাম মনজুর, হাবিবুর রহমান, জামাল আহমদ, শামীম আহমদ, এসকে কামাল, ফাহাদ বিন মুন্না, এরশাদুল হক চৌধুরী, তাফসিরুল ইসলাম পলাশ, সাগর শুভ, ছাব্বির আহমদ রানা, ইকবাল আহমদ, রাজু আহমদ, জামাল, সাহেদ আহমদ নাবিল, সেলিম আহমদ, মানিক আহমদ, ইন্তাজ আলী, ইফতেখার আহমদ, জুবায়ের আহসান, আবদুর নুর, মাহবুবুর রহমান, আবু রায়হান, মো. রাহি প্রমুখ।
মহানগর যুবলীগ : বাংলাদেশ আওয়ামিলীগ এর ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার (২৩ জুন) বেলা পৌনে ১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট মহানগর যুবলীগ।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুশফিক জায়গিরদার, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুবেদুর রহমান মুন্না, আনিসুজ্জামান আনিস, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সলিট খান মুন, রাহেল আহমদ চৌধুরী, আনিসুর রহমার তিতাস, শ্যামল সিংহ, ফারুকুর ইসলাম ফারুক, ফয়সল আজাদ খান, সাজু ইব্ননে হান্নান খান, মেহদি কাবুল, কলিং সিংহ, হোসেন আহমদ বাবু, ইমামুর রহমান লিটন, আমির হোসেন জুবেল, কবির আহমদ শাহজাহান, মুরাদ আহমদ মুরন, ইকবাল হোসেন, লাহিন আহমদ, আব্দুর রউফ সায়েম, তারেক চৌধুরী, দেওয়ান মুরাদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধরণ সম্পাদক রায়হান আহমদ চৌধুরী, আব্দুস সালাম শায়েদ, দিলুয়ার হুসেন দিলাল, নাজমুল ইসলাম চৌধুরী, এড. আকবর, জাহির আহমদ চৌধুরী, ওবায়েদ বিন বাসিত সুমন, আব্দুল হাফিজ নুর আলী, রূপম আহমদ, হোসেন আহমদ, ফয়সল আহমদ তাফাদার, মো. ওমর, বুলবুল চৌধুরী, এস আর শাওন, রঞ্জয় রায়, আব্বাস আহমদ, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, ইয়াসিন আহমদ, হাসনাত চৌধুরী শিপলু, আব্দুর কাদির সেলিম, আবির হাসান রানা, ইসলা উদ্দিন বাবলু, জামাল আহমদ, তারেক আহমদ, কবির আহমদ, রিপন কোরেশী, শাহীন আহমদ, রুহুল আমিন, রেজাউল করিম হাসান, অনুজ তালুদার, মুমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, মামুন আহমদ, কাজী রাকিব, লন্টু ঘোষ, রানা ঘোষ, অপরাজিত ঘোষ, লিয়াকত হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।
বিয়ানীবাজারে আ’লীগ : বিয়ানীবাজারে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (২৩ জুন) বেলা দু’টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খানের নেতৃত্বে পৌরশহরে বাদ্যযন্ত্রসহকারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।
এর আগে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগ নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে নেতাকর্মী নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোশতাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, প্রচার সম্পাদক হারুনুর রশীদ দিপু, আ’লীগের উপদেষ্টা দেবাশীষ পুরকায়স্থ, শাহাব উদ্দিন মাওলা, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি সামছুল হক, বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাজি মুছব্বির আলী, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন রুনু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. মানিক উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহজানুল ইসলাম লায়েক, আলীনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনির আহমদ, চারখাই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, শেওলা ইউনিয়ন আ’লীগের সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক হোসেন খান, তিলপাড়া ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি হাজি বিলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. জয়নাল উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বদরুল ইসলাম বদই ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর জগলু, কুড়ারবাজার ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, লাউতা ইউনিয়ন আ’লীগের যুগ্ম আহ্বায়ক হাজি আব্দুল হক ও ১নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, উপজেলা যুবলীগ নেতা জাহিদ আহমদ রাজু ও রাহাত খান তাজ প্রমুখ।
আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে জানিয়েছেন : বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাতকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন মিয়াজান মার্কেটের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ¦ ওবায়দুর রউফ বাবলুর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুস শহিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুস শহিদ মুহিত, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সুন্দর আলী, আ’লীগ নেতা আফজাল হোসেন, যুবলীগ নেতা বাবুল রায়, সিলেট জেলা স্বেচ্ছা সেবক লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মাল্লার ও রশিদ আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উত্তর খুরমা ইউপির চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু বক্কর রাজা, জেলা স্বেচ্ছা সেবক লীগ নো আব্দুল হান্নান আংগুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক, ছাতক উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজাম্মুল হক রিপন প্রমুখ। ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ¦ ওবায়দুর রউফ বাবলুর সমাপনী বক্তব্য শেষে কেক কাটেন এমপি মুহিবুর রহমান মানিক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আবু তাহের। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলার সিংছাপইড় ইউপির চেয়ারম্যান মোজাহিদ আলী, ফিরোজ আলী, ইমাম উদ্দিন, সাব্বির আহমদ, আবুল হাসনাত, ফারুক আহমদ সরকুমসহ আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার থেকে সংবাদদাতা জানিয়েছেন : মৌলভীবাজারে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে (রবিবার) দুপুরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে বর্নাঢ্য র‌্যালী বের হয়।
র‌্যালী শহর প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। ওখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল প্রমুখ।