বাল্যবিবাহ বন্ধ নিশ্চিত করতে নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তুলুন – পুলিশ সুপার

8
এয়ারপোর্ট থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ।

স্টাফ রিপোর্টার :
বাল্যবিবাহ বন্ধ নিশ্চিত করতে নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ার আহবান জানিয়েছেন সিলেটের এসএমপি পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় এসএমপি এর উদ্যোগে এয়ারপোর্ট থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে ২০২০ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ (পিপিএম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) শাহরিয়ার আল মামুন, বিভিন্ন বিট এলাকার কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ এবং এয়ারপোর্ট থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে ওপেন হাউজ ডে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে অত্র এলাকার স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়া তাদের নিজ নিজ বক্তব্য পুলিশ কমিশনারের সম্মুখে উপস্থাপন করেন। এছাড়া অনেক জনসাধারণ পুলিশের সাম্প্রতিক কর্মকান্ডের ভূয়সি প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ‘আগে নিজে বদলাই পরে দেশ বদলাই’। তিনি আরো বলেন, স্থানীয় জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া মাদক ও জুয়া খেলার মত অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভবপর নয় এবং এই বিষয়ে সকলের সহযোগিতা ও এগিয়ে আসার আহবান। জুয়া খেলার ব্যাপারে তিনি বলেন, তীর শিলং খেলার এজেন্টদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং কিশোর গ্যাংয়ের তালিকা সংগ্রহ করা হচ্ছে। তিনি বাল্যবিবাহ বন্ধ নিশ্চিত করতে নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ার আহব্বান জানান। তিনি আরো বলেন, যদি কেউ মিথ্যা মামলা করে হয়রানি করে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যানজট নিরসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। পরিশেষে প্রতি মাসের ৮ তারিখে এয়ারপোর্ট থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে মর্মে তিনি ঘোষণা করেন।