গোয়াইনঘাটে নৌকার প্রার্থী হেলালের বাড়িতে বিজয়ী প্রার্থী ফারুক

73

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচন বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ সৌজন্য সাক্ষাৎ করতে ছুটে গেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের বাড়িতে। মঙ্গলবার বিকেল উপজেলার পূর্নানগড় গ্রামে গোলাম কিবরিয়া হেলালের বাড়িতে এ সাক্ষাৎ করেন ফারুক আহমদ।
সাক্ষাতকালে ফারুক আহমদ নির্বাচনে পরাজিত প্রার্থী গোলাম কিবরিয়া হেলালের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। সাক্ষাতকালে ফারুক আগামী দিনে গোয়াইনঘাট উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ডে পাশে থাকার জন্য গোলাম কিবরিয়া হেলালের কাছে সহযোগিতা কামনা করেন।
এ সময় নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত পরাজিত প্রার্থী গোলাম কিবরিয়া হেলাল নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদকে অভিনন্দন জানিয়ে বলেন, সামনের দিনগুলোতে এই উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ডে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামলীগ’র বিদ্রোহী প্রার্থী প্রবাসী আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মটর সাইকেল প্রতীকে প্রাপ্ত ভোট ৩০০৭৭। নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী শাহ আলম স্বপন ঘোড়া প্রতীকে ২০৫৫২ ভোট পেয়েছেন। আওয়ামলীগ’র বিদ্রোহী প্রার্থী প্রবাসী আওয়ামীলীগ নেতা গোলাপ মিয়া কাপ পিরিচ প্রতীক নিয়ে ১২৭৪১ ভোট পেয়েছেনে। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল নৌকা প্রতীক নিয়ে ১২২৪১ ভোট পেয়েছেন। স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী লুৎফুল হক খোকন আনারস প্রতীক নিয়ে ৩৫২৯ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী জামাল আহমেদ দোয়াত কলাম প্রতীক নিয়ে ৭৬৪ ভোট পেয়েছেন। ইসলামী ঐক্যজোট মনোনিত প্রার্থী আব্দুল করিম মিনার প্রতীক নিয়ে ২৬৩ ভোট পেয়েছেন।