জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত সন্দেহে আরো দুই জনের নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট সাতজনের নমুনা সংগ্রহ করেছে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পূর্বের পাঠানো চারজনের মেডিকেল রিপোর্ট এখনো আসেনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) জৈন্তাপুর উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ মেডিকেল টিম বেশ কয়েক দিন থেকে জ্বর, কাশি, শরীরে ব্যথা নিয়ে ঘরে থাকা দুই ব্যক্তির বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাদেরকে বর্তমানে নিজ বাড়ীতে পর্যবেক্ষনে রাখা হয়েছে। অপর ৪ জনের মেডিকেল রিপোর্ট জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায়নি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ মোহাম্মদ আমিনুল হক সরকার জানান, পূর্বের চারজনের মেডিকেল রিপোর্ট আমাদের কাছে এসে পৌছায়নি। আরো দুইজনের নমুনা সংগ্রহ করে সিলেটে প্রেরণ করা হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। তিনি সরকারের দেওয়া নিয়ম মেনে চলতে সবাইকে সচেতন হওয়ার আহবান করেন।