নভেম্বরের শেষের দিকে সিলেটে শীত জেঁকে বসতে পারে

20

কাজিরবাজার ডেস্ক :
পঞ্জিকার হিসেবে শীত নামতে এখনো একমাস দেরি। তবে সকালে কুয়াশার চাদর দেখলেই বুঝা যায় দিন গুনে শীত আসে না। শহরের বাইরেতো শীত রীতিমতো জেঁকে বসেছে বলা যায়। এই শীত কারো কাছে উপভোগ্য আবার কারো কাছে বিপদের। কার্তিক ও অগ্রহায়ণ এই দুমাস হেমন্তকাল। এই সময়ে হিমেল হাওয়ার পরশ, সূর্যের মিষ্টি আলো আর নীল আকাশ মুগ্ধতা ছড়ানোর কথা। কিন্তু প্রকৃতিতে যেন এর ছিটেফোটাও নেই। আকাশও মেঘাচ্ছন্ন।
তবে সিলেটে হালকা বৃষ্টি হওয়ার সম্ভবনা থাকলেও জেঁকে আসছে শীত। সেই সাথে কমতে শুরু করেছে তাপমাত্রা। শনিবার (২১ নভেম্বর) তাপমাত্র প্রায় ১৮ ডিগ্রী সেলসিয়াসে থাকলেও রবিবার (২২ নভেম্বর) তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াসের নীচে আসতে পারে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। সিলেটের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা খুবই বেশী। বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে শীত আসার কথা থাকলেও এবার নভেম্বরের শেষের দিকে ঝেঁকে আসছে শীত। তাপমাত্রাও কমতে শুরু করছে।