স্পোর্টস ডেস্ক :
গতবার অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল টিম ইন্ডিয়া। বল বিকৃতিকাণ্ডে নির্বাসিত থাকায় খেলতে পারেননি স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো তারকারা। সেই সুযোগ কাজে লাগিয়েছিল কোহলি বাহিনী।
ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় দলের পক্ষে একটা কাজটা এবার সহজ হবে না। কারণ, স্মিথ-ওয়ার্নার শুধু ফিরেই আসেননি, পুরানো ছন্দেও তাদের দেখা যাচ্ছে। তাদের প্রত্যাবর্তনকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ ভারতীয় টেস্ট দলের অন্যতম বড় ভরসা চেতেশ্বর পূজারা।
তিনি বলেন, ‘স্মিথ, ওয়ার্নার, লাবুশানে বড় ক্রিকেটার। ওদের উপস্থিতি অস্ট্রেলিয়ার ব্যাটিংকে অক্সিজেন জোগাবে। সেটা ধরে নিয়েই আমাদের রণকৌশল সাজাতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতা সহজ ব্যাপার নয়। অনেক পরিশ্রম করতে হয়। গতবারও করেছিলাম। তার সুফল মিলেছিল হাতেনাতে। এই মুহূর্তে আমাদের পেস বোলিং খুবই শক্তিশালী। তা নিয়ে বিশ্বের যে কোনও ব্যাটিং লাইন-আপের মোকাবিলা করা সম্ভব। গতবারও যশপ্রীত বুমরাহ, মহম্মদ সামিরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল। এবারও ওদের উপর আস্থা অটুট।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলে প্রথমবার টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। এই প্রসঙ্গে পূজারা জানান, ‘আমরা একবারই গোলাপি বলে টেস্ট খেলেছি দেশের মাটিতে। কোকাবুরা বলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার দিন-রাতের টেস্ট খেলব। অবশ্যই তা বাড়তি চ্যালেঞ্জ হবে আমাদের কাছে। কিন্তু সেটা কাটিয়ে ওঠার মতো শক্তি রয়েছে আমাদের দলের।’