জেলা প্রশাসক বরাবরে বিশ্বনাথে রিফ্রেশার্স প্রশিক্ষণ বন্ধের দাবিতে স্মারকলিপি

8

ভুয়া গ্রাম ডাক্তারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ বন্ধের দাবিতে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বরাবরে গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার স্মারকলিপি পেশ করেছেন প্রশিক্ষণ প্রাপ্ত পল্লী চিকিৎসকবৃন্দ।
বিশ^নাথ উপজেলার প্র্যাকটিসরত ডিএমএফ, আরএমপি, ডিইউএমএস, সিডিটি প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ্য করেন, স্বাস্থ্য অধিদপ্তর নীতিমালা অনুয়ায়ী পুরাতন গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণের কথা থাকলেও প্রশিক্ষণকারী সংস্থার নেই কোন রেজিস্ট্রেশন। এসব নিয়ম-নীতির তোয়াক্কা না করে, গ্রাম ডাক্তার প্রশিক্ষণ সহয়িকা ম্যানুয়েলে প্রকাশনার স্থান, প্রকাশনীর নাম, মূল্য নির্ধারণ, কপি সংখ্য ও কপি রাইট নাম্বার উল্লেখ না করে হাজার হাজার ম্যানুয়েল ছাপিয়ে ভুয়া গ্রাম ডাক্তাদের প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে বিশ^নাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রশিক্ষণ শেষে সকল গ্রাম ডাক্তারদেরকে বৈধ প্রাইমারী ফিজিশিয়ান হিসেবে সিভিল সার্জন কর্তৃক সনদ প্রদান করার প্রতিশ্র“তি দিয়ে কালিগঞ্জ বাজারের শাহজালাল ফার্মেসীর ডাঃ নুরুল ইসলাম, বৈরাগী বাজারের মা-ফার্মেসীর ডাঃ আব্দুল লতিফ এর সাথে যোগাযোগ করার কথা বলা হয়েছে। গ্রাম ডাক্তারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ২১ দিন। সপ্তাহে ১-২ দিন ক্লাস হবে। ক্লাসের সময় মাত্র ২/৩ ঘন্টা। যেকোন ক্যাটাগরীর শিক্ষিত হলেই এই কোর্স করা যাবে বলে প্রচারণা চালাচ্ছে।
বিশ^নাথ উপজেলার জনস্বাস্থ্য রক্ষায় এসব ভুয়া ডাক্তারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সিলেটের জলা প্রশাসনের প্রতি জোর দাবী জানান স্মারকলিপি প্রদানকারী ডাক্তাররা।
স্মারকলিপি প্রদানকালে প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসকবৃন্দ পক্ষে পল্লী চিকিৎসক ডাঃ গিয়াস উদ্দিন সোহাগ, ডাঃ ফারহানা খানম, ডাঃ শাহনুর হোসাইন, ডাঃ হোসেন আহমদ, ডাঃ মোঃ আব্দুল হক, জুনাইদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি