জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি

8

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে দিন দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জগন্নাথপুর সদর বাজারের একটি মার্কেটে আগুন লেগে যায়। মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহাল শিখা ও ভয়ঙ্কর কালো ধোঁয়া দেখে চারদিক আতঙ্ক ছড়িয়ে দেখা দেয়। দিক-বিদিক মানুষজন ছুটাছুটি করতে থাকেন। আগুন নেভাতে জগন্নাথপুর ফায়ার সার্ভিস কর্মীদের সাথে স্থানীয় জনতা এগিয়ে আসেন। তাতেও আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি। পরে শান্তিগঞ্জ উপজেলা থেকে আরেক দল দমকল বাহিনী আসেন। তখন যৌথ ভাবে আগুন নিয়ন্ত্রনে ঝাঁপিয়ে পড়েন দমকল বাহিনী ও জনতা। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রাজনৈতিক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সর্বস্তরের হাজারো জনতা ছুটে আসেন এবং আগুন নেভাবে যে যেভাবে পারেন সহযোগিতা করেন। অবশেষে সবার প্রাণপন প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রন হয়। ততক্ষনে মার্কেটে থাকা ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে এ সময় যদি আগুন নিয়ন্ত্রন না করা যেতো, তাহলে আরো বড় ধরণের ভয়ঙ্কর ঘটনা ঘটতো বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ মার্কেটের ৩টি দোকান নিয়ে ছিল ব্যবসায়ী প্রদীপ দেবের তীর সোয়াবিন ও মার্কস দুধের ডিলার। ১টিতে ছিল প্রতাব দাসের গবাদিপশুর ওষুধ-খাদ্য, সার ও বীজের দোকান। ১টিতে ছিল রাজু ইলেক্ট্রনিক্সের গোদাম, ১টিতে ছিল মৃদুলের লেপ তোষকের দোকান ও অপরটিতে ছিল ওয়ার্কসপ। এ সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিক প্রদীপ দেবের বড় ভাই নিতাই দেব জানান, আমাদের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রতাব দাসের কর্মচারী জানান, আমাদের প্রায় দেড়কোটি টাকার ক্ষতি হয়েছে। রাজু ইলেক্ট্রনিক্সের মালিক রাজু জানান, আমার প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে লেপ তোষক এবং ওয়ার্কসপের কাউকে পাওয়া যায়নি। তাই অন্য ক্ষতিগ্রস্ত ব্যবসাীয়রা জানান, তাদেরও কয়েক লাখ টাকার ক্ষতি হতে পারে। সব মিলিয়ে এ অগ্নিকান্ডে প্রায় ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত ভাবে কেউ কিছু বলতে পানেনি।