স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ড জাতীয় দলের ঐতিহাসিক পাকিস্তান সফর স্থগিতাদেশ পেতে চলেছে। দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তান সফরে যাওয়ার পরিকল্পনা করেছিল ইংল্যান্ড। এ নিয়ে বেশ উৎসুক ছিল পাকিস্তানের ক্রিকেট মহল। তবে সীমিত ওভারের প্রস্তাবিত সিরিজটি এক দফা পেছাচ্ছে, ২০২১ সালের জানুয়ারির বদলে মাঠে গড়াবে অক্টোবরে।
মার্কাস ট্রেসকথিকের নেতৃত্বে ২০০৫ সালে পাকিস্তান সফরে গিয়ে তিনটি টেস্ট আর পাঁচটি ওয়ানডে খেলেছিল ইংল্যান্ড। এরপর কেটে গেছে ১৫ বছর। ইংলিশরা আর যায়নি পাকিস্তান সফরে। নানা নেতিবাচক ঘটনায় পাকিস্তানে ক্রিকেট বন্ধ হলেও বিগত সময়ে আন্তর্জাতিক ক্রিকেট পুরোদমেই ফিরেছে। ইংল্যান্ডও তাই পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছিল।
যদিও ইংল্যান্ড তাদের দ্বিতীয় বা তৃতীয় সারির দলকে জাতীয় দলের মোড়কে পাঠাতে চেয়েছিল, কারণ মূল দল একই সময়ে খেলবে শ্রীলঙ্কা ও ভারতে। বিগ ব্যাশেও ব্যস্ত থাকবেন অনেক শীর্ষস্থানীয় ক্রিকেটার। পাকিস্তান তাতেও রাজি হয়েছিল।
প্রসঙ্গত, আগামী বছরের জানুয়ারিতে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল।
স্থগিতাদেশের আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি পিছিয়ে যেতে পারে সিরিজটি। জানুয়ারিতে শ্রীলঙ্কার মাটিতে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। এরপর ভারত সফরে স্বাগতিকদের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলার কথা রয়েছে।