ছাদির হুসাইন ছাদি
আমার বাড়ি সারি সারি
দেশি পাখির মেলা,
গাছের ডালে উড়ে উড়ে
করছে তারা খেলা।
সকাল সন্ধ্যা পাখির গানে
সুখে ঢেউয়ে ভাসি,
কিচিরমিচির কন্ঠ সুরে
মন আনন্দে হাসি।
রিমঝিম-ঝিম কানে বাজে
সাজে আমার মন,
অপুর্ব এই পাখির ভাষায়
বিভোর সারাক্ষণ।
কল্পনাতে পাখির সাথে
নিশিতে যাই উড়ে,
কি যে ভালো লাগে মনে
পাখির সাথে ঘুরে।