জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর ভ্যাকসিনের প্রতি আস্থা ও আগ্রহ বাড়ছে জকিগঞ্জের মানুষের। আগের চেয়ে আরো বেশি মানুষ এখন ভ্যাকসিন গ্রহণে আগ্রহ দেখাচ্ছেন।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি বুথে করোনার টিকা দেওয়া হচ্ছে। প্রতিদিনই বুথে টিকা গ্রহীতাদের প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে। প্রথম দফায় করোনা টিকার প্রতি সাধারণ মানুষের তেমন আগ্রহ না থাকলেও দ্বিতীয় দফায় মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। চাপের কারণে টিকাদানের ৩টি বুথ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিনই টিকা নিতে ব্যাপক ভিড় করছে সাধারণ মানুষ। নারী-পুরুষ সারিবদ্ধ হয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। টিকা গ্রহণ করেও স্বস্থি প্রকাশ করছেন সাধারণ মানুষ। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি টিম জকিগঞ্জ নামের স্থানীয় সেচ্ছাসেবক সংগঠনের তরুণরা টিকা গ্রহণকারীদেরকে নিবন্ধনসহ অনান্য তথ্য দিয়ে সহযোগীতা করছে।
করোনা টিকা গ্রহণকারী অনেকের সাথে কথা বলে জানা গেছে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। টিকা গ্রহণের পর কোন পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় আস্থাও বেড়েছে সাধারণ মানুষের। তবে এখনো কেউ কেউ করোনা টিকা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রহীতারা।
জকিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী জানান, আগের চাইতে এখন টিকার প্রতি আস্থা বেড়েছে। সব বয়সী লোকজন টিকা গ্রহণ করছেন। আবেদনের সংখ্যাও বেড়েছে বহুগুণ। এখন পর্যন্ত জকিগঞ্জে ৫ হাজার ২শ ডোজ টিকা এসেছে। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫ হাজারে মত লোকজন টিকা গ্রহণ করেছেন। তবে মহিলার চাইতে পুরুষের সংখ্যা বেশী। বয়স্ক লোকজনের উপস্থিতি অনেকটা কম। টিকা গ্রহণে সাধারণ মানুষের মাঝে উৎসাহ সৃষ্টি করতে শনিবার থেকে প্রতিটি ইউনিয়নে টিকাদান কেন্দ্র করা হবে। প্রতিটি ওয়ার্ডে প্রায় ২শতাধিক লোকজনকে টিকা দেয়া হবে। ওয়ার্ড পর্যায়ে অসুস্থ, বয়স্ক, প্রতিবন্ধী লোকজনকে অগ্রাধিকার দিয়ে এই কার্যক্রম চলবে।