কবির কাঞ্চন
সালাম শুনে যেই মানুষের
ভালো লাগে না
সেই মানুষের অন্তরেতে
আলো জাগে না।
অধম মানুষ পশু সেজে
সত্য খোঁজে না
মিছে লোভের ফন্দি করে
শান্তি বোঝে না।
টকশো’তে এসে মনু
আবোল-তাবোল কয়
দেশের মানুষ বুঝে গেছে
তারই পরিচয়।
তোষামোদি করে সে যে
আয়ের রাস্তা ধরে
বেফাঁস কথা বলে বলে
ফিতনা সৃষ্টি করে।
সময় থাকতে চাওরে, মনু
খোদার কাছে মাফ
নইলে তোমায় খাবে গিলে
তোমার করা পাপ।