রহমান মনি’র শিশুতোষ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনকালে মেয়র আরিফুল হক ॥ শিশু-কিশোররা আকাশ সংস্কৃতির প্রভাবে নীতি নৈতিকতা বিসর্জন দিতে চলেছে

47

সুস্থ সংস্কৃতির চর্চা এবং শিশুদের মানসিক অবস্থার বিকাশের জন্য প্রত্যয় নিয়ে গণসাংস্কৃতিক সংগঠন ‘মৃত্তিকায় মহাকাল’-এর উদ্যোগে শুভ চিন্তার সৃষ্টিশীল নির্মাতা রহমান মনি’র আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈঘ্য শিশুতোষ চলচ্চিত্র উৎসব ২০১৮-এর পর্দা উঠেছে। শুক্রবার নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এই শিশুতোষ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বল্পদৈঘ্য চলচ্চিত্রের নানা বিষয় তুলে ধরেন সৃষ্টিশীল তরুণ নির্মাতা রহমান মনি। প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সময়ের যুবসমাজ বিশেষ করে স্কুল-পড়–য়া শিশু-কিশোররা আকাশ-সংস্কৃতি তথা ভিন দেশীয় সংষ্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে নিজেদের নীতি- নৈতিকতা বিসর্জন দিতে চলেছে। এর প্রভাবে সমাজে নানা ধরনের অন্যায়-অনাচার ছড়িয়ে পড়ছে বিষবাষ্পের মত। এ অবস্থায় সুস্থ সংস্কৃতির চর্চা এবং শিশুদের মানসিক বিকাশে ভিজুয়্যাল লিটারেসির জ্ঞানের প্রতি গভীরভাবে গুরুত্বারোপ করে রহমান মনি যে শিশুতোষ চলচ্চিত্র নিয়ে হাজির হয়েছেন তা সকল শ্রেণির মানুষদেরকে বিশেষ করে শিশুদেরকে সুস্থ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করবে। শুভেচ্ছা বক্তব্যে চলচ্চিত্র নির্মাতা রহমান মনি সিলেট সিটি কর্পোরেশনসহ কলা-কুশলী, অভিনয়শিল্পী এবং সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবৃত্তিশিল্পী সাইমুম আনজুম ইভানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) আবু সাফায়েত মো. সাহেদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবজিত সিনহা, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর, সম্মিলিত নাট্য পরিষদের সহ সভাপতি আফজাল হোসেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সভাপতি মিশফাক আাহমদ মিশু, রহমান মনি’র সহোদর ও বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজুর রহমান হীরা, সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার উপস্থিত থেকে চলচ্চিত্র উপভোগ করেন। প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং মিশুক মুনীরকে উৎসগকৃত শিশুতোষ চলচ্চিত্র উৎসবে অত্যন্ত আনন্দঘন পরিবেশে সিলেটের বিভিন্ন বিশ^বিদ্যালয়, কলেজ এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চলচ্চিত্র প্রদর্শনী উপভোগ করেন। বিজ্ঞপ্তি