রওশন আরা বেগম
অতি ক্ষুদ্র মানুষ আমি
আশা ছিল বড়,
বিধি আমায় পথ দেখালেও
ভাঙ্গলো তরি চরো।
চরের মাঝে দ্বীপ জেগেছে
আলোর প্রদীপ ক্ষীণ,
আশায় আশায় জীবন কাটে
দেহটা তাই শীর্ন।
কোমল কচি মনটা আমার
চায় যে ভালবাসা,
যাচ্ছি হেরে ভাঙ্গছে জীবন
খেলে প্রেমের পাশা।
গাছগুলো তার সদ্য তাজা
অক্সিজেন ছিল ভালো,
কান্ডে বৃক্ষে অনেক বড়
এখন কার্বন কালো।
বাঁচতে ছিল অনেক আশা
পাতা যাচ্ছে ঝরে,
তবুও আশায় থাকছি আমি
বাঁচি তোদের তরে।