শিমুল হোসেন
হেমন্ত আজ বাংলার ঘরে
এলো হাসি মুখে,
ফুলে ফুলে ফুল ভোমরা
বেড়ায় পরম সুখে।
শীতের হাওয়া লাগলো প্রাণে
হেমন্তের এই ছোঁয়ায়,
কুয়াশাকে আনলো ডেকে
মটরশুঁটির দোলায়।
শিশির ধোয়া ঘাসের ডগায়
সিক্ত হলো সকাল,
মনের আকাশ নীল হলো তাই
খোকা খুকির বিকাল।
মন হারালো, মন জুড়ালো
শস্য ভরা মাঠে,
হেমন্ত আজ বাংলার ঘরে
খুব যে মধুর কাটে।