নগরীতে মানুষের ভিড়, সড়কে বৃদ্ধি পেয়েছে যানবাহন

8
কঠোর লকডাউনের ৮ম দিনে সিলেটে চলাচল বেড়েছে মানুষের। সকাল থেকে বিভিন্ন সড়কে পাঁচজন নিয়ে চলাচল করছে সিএনজি অটোরিক্সা। ছবিটি নগরীর কীন ব্রীজ এলাকা থেকে তোলা। ছবি- মামুন হোসেন

স্টাফ রিপোর্টার :
মহামারি করোনাভাইরাস রোধে লকডাউনের দ্বিতীয় ধাপের ৮ম দিনে নগরীতে মানুষের ভিড় ও প্রতিটি সড়কে বৃদ্ধি পেয়েছে যানবাহন। প্রথম ধাপে এক সপ্তাহের ডাকা কঠোর লকডাউন শেষ হয়েছে গত বুধবার। গতকাল বৃহস্পতিবার থেকে আরও এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে। গত ৭ দিন মানুষজন বাসায় থাকলেও গতকাল থেকে বাহিরে বেরিয়ে এসেছেন।
নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, বাড়ছে মানুষের চাপ। সড়কে যানবাহনও দেখা যাচ্ছে প্রচুর। রয়েছেন মানুষও। কেউ কেউ স্বাস্থ্যবিধি মানলেও অনেকেই পড়ছেন না মাস্ক। গত ১ জুলাই থেকে সরকার কঠোর লকডাউনের ঘোষণা দেয়। সরকারি নির্দেশন বাস্তবায়নে সিলেটে র‌্যাব, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছেন। লকডাউন বাস্তবায়নে সিলেট নগরীর মোড়ে মোড়ে ১৬টি চেকপোস্ট বসিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নগরীর প্রবেশদ্বার দক্ষিণ সুরমার অতির বাড়ি, কদমতলি, কুমারগাঁও ও বিমানবন্দর সড়কসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। সেই সাথে সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। খুব কড়াকড়ি অবস্থায় চলছে লকডাউন। তারপরেও বাহিরে বেরিয়ে আসছে মানুষজন।