রফিকুল ইসলাম
বুকে স্রোত নিয়ে আজও ছুটে চলে
কালের বাঁকফেরা সে নদী,
কচুরিপানার বেগুনি ফুল ভাসে জলে
বিরহতরঙ্গে দেখতে তুমি যদি।
কূলে-কূলে তার সবুজ বুনো লতায়
মধুফুলে মৌমাছি ডেকে আনে
সুবাতাসে প্লেটোনিক প্রেম জাগে মনে
প্রিয় ফুলের রেখে যাওয়া ঘ্রাণে।
স্বল্পায়ু দিন মিশে যায় বিষাদিত সন্ধ্যায়
বাতাসে ধুলো ওড়া হেমন্ত দিনে
নদীর বুকে রাতের হিম কুয়াশা চুয়ে
হলুদভোর নামে শুষ্ক আলিঙ্গণে ।
শান্ত ঢেউয়ে অশান্ত বাসনার বন্দনা
নির্ঝরে ভোরের ভৈরবীর গানে
সুদূরে আকাশের নীল উড়ছে চিল
অন্তহীন অসীমের আহ্বানে।