সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকের বাজারে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক নির্মিতব্য ব্রীজ ও তার এ্যপ্রোচ সড়কের কারণে ব্রীজের দুইপাশের দুটি জনগুরুত্বপূর্ণ রাস্তা অস্বাভাবিকভাবে সংকীর্ণ হয়ে পড়ায় সদর উপজেলার তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচল পড়ছে ঝুঁকির মুখে। আশ^াস দিয়ে ব্রীজের কাজ চলমান থাকলেও বর্তমানে ব্রীজের কাজের রিটেইনিং ওয়াল করার পর দেখা যাচ্ছে পাশর্^বর্তী দুটি শতবর্ষী গ্রামীণ রাস্তার প্রস্থ ৯/১০ ফুটে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় এ রাস্তা দিয়ে জরুরী ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়বে। যে কারণে সিলেটের জেলা প্রশাসক বরাবরে বৃহস্পতিবার শত শত মানুষ উপস্থিত হয়ে টুকের বাজারে নির্মিতব্য ব্রীজের এপ্রোচ সড়ক প্রসস্তকরণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। এসময় জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্বারকলিপি গ্রহণ করেন অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক এ এইচ এম মাহফুজুর রহমান। পরে এর অনুলিপি সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ শহীদ আহমদ, বিশিষ্ট মুরব্বী সাহাব উদ্দিন লাল, ফরিদ মিয়া মেম্বার, মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, হাজী সিরাজুল ইসলাম, হাজী গিয়াস উদ্দিন, হাজী গোলাম রাব্বানী, ফজলুল করিম ফুল মিয়া, হাজী আব্দুল হক, বজলুল করিম, এখলাছ মিয়া, মালাই মিয়া, আকমল হুসেন, হাজী মুজাহিদ আলী, ওয়াহিদ উদ্দিন মাসুম, জসিম উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি