জগন্নাথপুরে প্রবাসীর খাদ্য সামগ্রী পেয়ে গরীবের মুখে হাসি

8
জগন্নাথপুরে প্রবাসীর খাদ্য সামগ্রী বিতরণকালে দোয়া।

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রাবাসী বিশিষ্ট সমাজসেবক আবদুল মতিন লাকি এর ব্যক্তি উদ্যোগে আল-ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে এর মাধ্যমে পবিত্র মাহে রমজান ও করোনায় লক ডাউন পরিস্থিতিতে এলাকার অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২১ এপ্রিল বুধবার প্রবাসী আবদুল মতিন লাকি এর বাসভবনে পরিবার প্রতি ৭ কেজি চাল, ২ কেজি আলু, ৩ কেজি পেয়াজ, ২ লিটার সোয়াবিন, ১ কেজি ছোলা, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবণ ও ২৫০ গ্রাম খেজুর করে ১২০টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে দোয়া পরিচালনা করেন প্রবীণ আলেমেদ্বীন হযরত মাওলানা ছমির উদ্দিন। বক্তব্য রাখেন, প্রবীণ মুরব্বি আবদুল আজিজ, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সভাপতি হাফিজ মুহিবুর রহমান, উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক ক্বারী নুরুল হক, পাটলি উইমেন্স কলেজের প্রভাষক হাফিজ ক্বারী শিহাব উদ্দিন, বিএনপি নেতা শামসুল হক, ব্যবসায়ী শফিকুর রহমান প্রমুখ।
এ সময় প্রবীণ মুরব্বি আছকির আলী, সাবেক ইউপি সদস্য ফিরোজ আলী, ক্বারী জিল্লুর রহমান, মাওলানা মহি উদ্দিন মিছবাহ, সমাজসেবক জিল্লুক হক ছানা, শামিনুর রহমান, শায়েক আহমদ সহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। এদিকে-বিপদগ্রস্ত সময়ে প্রবাসী কর্তৃক খাদ্য সামগ্রী পেয়ে আনন্দের হাসি ফুটে উঠেছে সাধারণ মানুষের মুখে।