মাহতাব উদ্দিন
বাঁচা-মরার সন্ধিক্ষণে
গরীব-দু:খী বস্তিতে,
দামের ঘোড়া ছুটছে জোরে
ভোক্তারা নেই স্বস্তিতে।
মরণব্যাধি-বানের চাপে
বিত্তবানের গর্তে ঠ্যাং,
আমজনতা দিশেহারা
নতুন আপদ কিশোর-গ্যাং।
ইভটিজিং এ পুড়ত নারী
জীবন কভু নাশ হতো,
হালআমলে ধর্ষিত হয়
সঙ্গী হলো দুখ যতো।
প্রেম-পিরিতি যাচ্ছে উবে
অবক্ষয়ে মূল্যবোধ,
সমাজ থেকে তীব্রবেগে
হারাচ্ছে আজ বিবেকবোধ।