দুর্গা পূজাকে সামনে রেখে কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা

10

কানাইঘাট থেকে সংবাদদাতা :
আগামী ২২ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে শারদীয় দুর্গা পূজাকে শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেশে করোনা দুর্যোগ বিরাজ থাকায় এবারের শারদীয় দুর্গা পূজা কোন ধরনের উৎসব ছাড়াই মন্ডপকেন্দ্রিক সব ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা অনুযায়ী পালন করার জন্য সকল পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়। দুর্গা পূজার শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্রশিল্পী ভানু লাল দাস, সাবেক সভাপতি মাস্টার শলীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ভজন লাল দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি দূর্গাকুমার দাস, বর্তমান সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দের মধ্যে শ্যামল চন্দ্র দাস, বিধান দাস, বিকাশ চন্দ্র দাস, দিলীপ দেবনাথ, সুবোধ দাস, দিলীপ কৈরি প্রমুখ।