সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সভায় সিলেট-শেরপুর রোডে বি.আর.টি.সি বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়েছে।
সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি রাজিউল ইসলাম তালুকদার রাজু এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান ঝুনু’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আহাদ আল মাহমুদ টিটু, সাংগঠনিক সম্পাদক আফছর আহমদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান, আব্দুল্লাহ মোহাম্মদ উজ্জল, সোহেল আহমদ, জি.এম জিন্নাহ চৌধুরী, বৃহত্তর গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ বদরুল ইসলাম জাহাঙ্গীর, রিয়াজ উদ্দিন আহমদ, এডভোকেট রব নেওয়াজ রানা, আব্দুল বাছিত মুজাহিদ, আব্দুল হাকিম লাভলু, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, দুঃখজনক হলেও সত্য যে কিছু স্বার্থন্বেষী মহলের স্বার্থে আঘাত হওয়ার কারণে গত ২২ নভেম্বর রোববার সিলেট টামির্নালে বি.আর.টি.সি বাস চলাচলে বাধা প্রদান করে বন্ধ করে দেয়া হয়। বক্তারা প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের আহবান জানান। বক্তারা সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে বি.আর.টি.সি বাস চলাচলে সহযোগিতা করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, সিলেট-শেরপুর, সিলেট-বিশ্বনাথ রোডে চলাচলকারী বাস চালক কর্তৃক সাধারণ জনগণের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায়ের তীব্র নিন্দা জানান এবং প্রকৃত ভাড়া নির্ধারণ করার জন্য জোর দাবী জানান। বিজ্ঞপ্তি