টানা বর্ষণে কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

9

লবীব আহমদ কোম্পানীগঞ্জ থেকে :
৩ দিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলের পানিতে কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যার দেখা দিয়েছে, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।
রবিবার বিভিন্ন এলাকার খবর নিয়ে জানা যায়, উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন, তেলিখাল ইউনিয়ন, ইছাকলস ইউনিয়ন, উত্তর রণিখাই ইউনিয়ন ও দক্ষিণ রণিখাই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ পানি বন্দী হয়ে আছেন।
প্রতি বছরই বর্ষা মৌসুমে এই নিম্নাঞ্চলগুলো বন্যার পানিতে তলিয়ে যায়। তবে গতবছর থেকে বন্যা মানুষের জনজীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। একদিকে উপজেলার মানুষদের একমাত্র কর্মস্থল পাথর কোয়ারী বন্ধ থাকায় মানুষ কর্মহীন আবার অন্যদিকে মহামারী করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করতে করতে মানুষ হয়ে পড়েছে নিঃস্ব।
গতবারের টানা ৪টি বন্যায় মানুষের ফসলি জমি তলিয়ে যায়, বেশ ক্ষতির মুখে পড়েন কৃষক। সেই ক্ষতি কাটানোর স্বপ্ন এইবছর দেখে আসলেও আবারো আমন ধানের ফসলি জমি পানির নিচে, সমস্যায় পড়েছেন গবাদিপশু নিয়েও।
দক্ষিণ রণিখাই ইউনিয়নের কৃষক সেলিম উদ্দিন বলেন, মাত্র ৪দিন হলো ফসল মাঠে রোপণ করে আসছি। আর এমতাবস্থায় বন্যা দেখা দিলো, তলিয়ে গেছে আমার ৭বিঘা আমন ধানের ফসলি জমি। আর গবাদিপশু নিয়ে আছি সমস্যায়। গতবছর ধান তেমন না পাওয়ায় খড় পাই নি। গরুর খাবার নিয়ে সমস্যায় আছি।