আব্দুর রাজ্জাক
ছোট্ট যখন ছিলাম আমি
ঘুরতাম দাদুর সাথে,
হেঁসে খেলে খাবার খেতাম
তুলে দাদুর পাতে।
দাদুর ঘাড়ের উপর চড়ে
ঘুরতাম সারা গ্রামে!
লুকোচুরি খেলার ছলে
শরীর যেতো থেমে।
যখন আমি বড় হলাম
দাদু গেলো চলে,
হাতে হাতে হাত রেখে কেউ
রয়না গল্প বলে।
দাদুর কথা আজও আমার
শুনতে ইচ্ছে করে,
দুচোখ মেলে চেয়ে থাকি
দাদুর ছোট্ট ঘরে।