স্টাফ রিপোর্টার :
মহানগরীর সামাজিক নিরাপত্তা আরও মজবুত ও টেকসইকরণে পরামর্শ সভার আয়োজন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। সভাকে কেন্দ্র করে প্রায় সপ্তাহ খানেক পূর্বে সিলেটের পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়। আয়োজিত সভাটি গতকাল শনিবার সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সবকিছু টিকটাক থাকলেও সভার আগেই বিদ্যুৎ বিভাগের লোকজন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ হন মেয়র আরিফসহ অতিথিরা।
এক পর্যায়ে খবর দেয়া হয় বিদ্যুৎ অফিসের লোকজনদের। খবর পাওয়ার প্রায় ৪০ মিনিট পর জেলা পরিষদে আসেন বিদ্যুৎ অফিসের লোকজন। অনেক চেষ্টা করার পর বিদ্যুৎ সংযোগ দিতে পারেননি তারা। অসহায় হয়ে মেয়র সভাস্থল বদল করে সবাইকে নিয়ে সিলেট সিটি করপোরেশনের মিলনায়তনে নিয়ে যান। তবে এসময় কাউন্সিলরসহ বেশ কয়েকজন অতিথিরা ক্ষুব্ধ হয়ে চলে যান।