ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে শিশু ইমন অপহরণ ও হত্যাকারী জামাত নেতা সুয়েবুর রহমান সুজনসহ জড়িতদের ফাঁসি দাবী করেছেন উপজেলার ২১ গ্রামের লোকজন। গতকাল শনিবার বিকেলে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের সোনালী বাংলাবাজারে এক প্রতিবাদ সভায় এ দাবী করা হয়। উপজেলা আ’লীগ নেতা আব্দুল ওয়াহিদ মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগ নেতা ইলিয়াছ আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান গয়াছ আহমদ। বক্তব্য রাখেন, ব্রাহ্মনজুলিয়াসহ ২১ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক-রাজনৈতিক ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিশু ইমন অপহরন ও হত্যাকান্ডটি ছিল নির্মম ও লোমহর্ষক। হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার ও ফাঁসি কার্যকর করার দাবী জানিয়েছেন। এ ব্যাপারে তিনি সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস প্রদান করেন। এদিকে শিশু ইমন অপহরণ ও হত্যাকারীদের গ্রেফতার করা হলেও ইমনের মৃতদেহ উদ্ধার করতে না পারায় ইমনের মা-বাবাসহ বাতিরকান্দি গ্রামের লোকজনের মধ্যে বিরাজ করছে হতাশা। ইমনের লাশ দ্রুত উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তরের দাবী জানিয়েছেন এলাকাবাসী।