জেসমিন সুলতানা চৌধুরী
রহিম বেপারী হয় নি বৃদ্ধ
বয়স আশির পরেও,
তাইতো বুড়ায় হয়েছে মত্ত
চারটে নিকাহ্ করেও।
আজব স্বপন করছে বপন
কিশোরী পাত্রী চায় সে,
চারটে বিবির একটা ও তার
মনের মতোন নেই যে।
আড়ালে কথন চলছে যতন
ঘটক পাখির সঙ্গে,
পরীর মতন চায় সে রতন
রূপের বাহার অঙ্গে।
সানাই বাজবে জামাই সাজবে
নাওয়া খাওয়া ছেড়েছে,
বিবিরা সবাই চিন্তায় মগ্ন
মনটা যে কার কেড়েছে।
নেই তো খবর সয়না সবর
কোথায় বসত গেড়েছে,
পড়শীরা সব তুলেছে রব
নতুন কর্মে ভিড়েছে।