রফিকুল নাজিম
দৈর্ঘ্যে প্রস্থে বাড়ছে জীবন
ওজন ভারে বাড়ছে বোধ,
তবুও মানুষ ছুটছে শুধু
ঘোড়ার দানের প্রতিশোধ!
খাই খাই করে যাচ্ছে দিন
চাই চাই করে বাড়ছে ঋণ,
দিনের শেষে মানুষ একা
সোনার বালিশে দুঃখ আঁকা!
সব্বাই শুধু ছুটছে দূরে
বুঝবে যখন অন্য ভোরে
শূন্য পকেট কাঁদবে হায়
মৃত্যুর কাছে সে অসহায়।