ফুল-পাখি

36

জাহেদুল ইসলাম (বাঁধন)

ফুল’টাকে ধরে দেখি
মন কাড়া ঘ্রাণ
কাকেরই ঘরে দেখি
কোকিলের তান!

বাঁশ বনে চাঁদ দেখি
মিটিমিটি হাসে
তার পাশে জোঁনাকিরা
শূন্যেতে ভাসে।

খোকা ছুটে বই হাতে
পাঠ হবে আজ
ছড়া হবে শেষ হলে
আম্মুরই কাজ।

ফুল-পাখি এক হয়ে
ডাকে শুধু মোরে
এই উঠো কচি সোনা
আর নয় ঘোরে!