বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ আজ

32

স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। মূল লড়াইয়ে নামার আগে আজই আইসিসি নির্ধারিত শেষ দু’টি প্রস্তুতি ম্যাচ। এর মধ্যে কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে শক্তিশালী ও বিশ্বকাপে ফেবারিট ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে রবিবার এই ভেন্যুতে বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে নামতে পারেনি বাংলাদেশ। তাই বিশ্বকাপের আগে এটিই গা গরম করার পাশাপাশি নিজেদের শক্তিমত্তার পরীক্ষা দেয়ার শেষ সুযোগ মাশরাফি বিন মর্তুজাদের। আর প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত হেরে গিয়েছিল গত বিশ্বকাপ রানার্সআপ নিউজিল্যান্ডের কাছে। তাদের জন্যও তাই এ ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৬ টি২০ বিশ্বকাপ, ২০১৬ টি২০ এশিয়া কাপের ফাইনাল, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, ২০১৮ সালে নিদাহাস টি২০ ট্রফির ফাইনাল এবং ২০১৮ সালের এশিয়া কাপ ফাইনাল শুধুই দুঃসহ স্মৃতি। গত ৪টি ওয়ানডেতে ভারতের কাছে পরাজয় হয়েছে। সেই ধারাবাহিকতায় ছেদ টানার আরেকটি সুযোগ আজ। প্রস্তুতি ম্যাচ হলেও বিশ্বকাপে যেহেতু এই ভারতের বিরুদ্ধেও খেলতে হবে লীগপর্বে, তাই এ ম্যাচটি হবে সেটারই ড্রেস রিহার্সেল। মূল মঞ্চে বিরাট কোহলিদের বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে আগামী ২ জুলাই বার্মিংহামে মুখোমুখি হবেন মাশরাফিরা। বড় মঞ্চে বারবার ভারতের কাছে পরাজয়ের যে বৃত্তে বন্দী হয়েছে বাংলাদেশ, সেই বৃত্ত ভেঙ্গে ফেলা যেতে পারে আজকের প্রস্তুতি ম্যাচেই। তাহলে মূল মঞ্চে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামতে পারবে বাংলাদেশ দল। তাই এ ম্যাচটি গুরুত্বপূর্ণই টাইগারদের জন্য।
কিছুদিন আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফির দল। কিন্তু ইংল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ম্যাচ প্র্যাকটিসের সুযোগ হয়নি। দলের ক্রিকেটাররা দারুণ ফর্মে থাকায় একাদশে সুযোগ পাওয়া নিয়ে কয়েকজনের মধ্যে আছে অলিখিত লড়াই। বিশেষ করে ৭ নম্বরে সাব্বির রহমান রুম্মনের জায়গায় মোসাদ্দেক হোসেন সৈকত খেলবেন কিনা তা প্রস্তুতি ম্যাচেও পরীক্ষা হবে। পেসার আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন একাদশে ঠাঁই পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদেরও পরীক্ষা। ওপেনার লিটন দাস ফর্মে থাকলেও সৌম্য সরকারের ধারাবাহিকতা তাকে একাদশের বাইরে রেখেছে। তাই তারজন্যও প্রস্তুতি ম্যাচ একটি চ্যালেঞ্জের নাম। অপরদিকে ভারত বড় ধাক্কা খেয়েছে ব্যাটিং ব্যর্থতায় প্রথম প্রস্তুতি ম্যাচ হেরে। মূল লড়াইয়ের আগে তাই আজ শেষ প্রস্তুতি ম্যাচে জেতার লক্ষ্যেই নামবে তারা।