রামপ্রসাদ সূত্রধর
শরত এলেই সুপ্রভাতে
সূর্য রশ্নি আসে
শরত এলেই শিশিরকণা
থাকে দুর্বাঘাসে।
শরত এলেই নীল আকাশে
সাদা মেঘ ভাসে
শরত এলেই রূপ রাশে
প্রকৃতি টা হাসে।
শরত এলেই বিলে-ঝিলে
ফোটে নানান ফুল
শরত এলেই কাশফুলে
ভরে নদীর কূল।
শরত এলেই দুর্গা পূজা
বাঁজে শঙ্খ ঢোল
শরত এলেই খুব খুশিতে
কাটে দিন দোল।