মাহতাব উদ্দিন
জীবনের লক্ষ্যটা এলোমেলো ছিল,
তছনছ করে সব মান কেড়ে নিল।
গুণীজন হলে নাকি সম্মান বাড়ে,
তাদেরও তো কেউ দেখি তিলেতিলে মারে।
ইশকুল-গেটে তালা টাকা চায় কেন,
জিজ্ঞাসা জোরে চলে অপরাধী যেন।
গাড়ি যদি ব্রেকফেলে থেমে যায় কভু,
ঠিক করে চলে ফের খালি থাক তবু।
ভাগ্যের আকাশটা আজ মেঘে ঢাকা,
গুণীজন একা চলে সম্মুখ ফাঁকা।