চিত্তরঞ্জন সাহা চিতু :
ওরা কবি হতে চায়
একেলা মনে ভাবলে এসব,
লজ্জা আমি পাই ।
পরের লেখা নিজের নামে,
কাগজগুলোয় ছাপা হলে
ছোটাছুটি তখন থামে ।
ক লিখতে কলম ভাঙ্গে
আজব মানুষ তিনি,
লেখার সাথে আমরা যাঁরা
সবাই তাঁকে চিনি ।
সম্পাদকের ধরেন তিনি
ছাপতে হবে লেখা,
টেলিফোনে বলেন কথা
করেন বাড়ী দেখা।
দু কান কাটা যাঁরই থাকে
হাসতে থাকে হাহা করে,
কি হবে আর বলে তাকে।
লেখালেখি কি যে বোঝেন
মিস্টি ভাষার মানুষ খোঁজেন
করেন ভাষার চাষ,
লেখালেখির ঠিক একদিন
গোমর হবে ফাঁস ।