দিরাইয়ে বই উৎসব পালিত

51

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
‘মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ইংরেজি ‘বছরের প্রথমদিনে সরকার সারাদেশে একযোগে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই হাতে তুলে দিতে সারাদেশে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ কোটি ১৭ লক্ষ কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। দিরাইয়ে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১ জানুয়ারি পালিত হয়েছে বিনামূল্যে বই বিতরণ উৎসব ২০১৮। সোমবার সকাল ১০ টায় দিরাই উপজেলার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বই উৎসব অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিতে ও সহকারী শিক্ষক আলমগীর তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈনুদ্দিন ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গবেন্দু রঞ্জন রায়, রিডের উপজেলা অফিসার আবুল কাশেম, ব্র্যাকের ইউনিয়ন সমন্বয়কারী আবুল মনসুর চৌধুরী,হায়দরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি রুহুল আমিন তালুকদার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সদস্য পারভিন ইসলাম, শাহ আলম দীপ, দিরাই প্রেসক্লাব কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার,উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাবানা বেগম, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সদস্য তোফায়েল আহমেদ, নাজিরা আক্তার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাঈনুদ্দিন ইকবাল বলেন এরকম একটি অনুষ্ঠানে কোমলমতি শিশুদের হাতে নতুন বছরের প্রথমদিনে সুন্দর জাকজমক অনুষ্ঠানে বই বিতরণ করতে পেরে খুব আনন্দিত ও উৎফুল্ল অনুভব করছি। এই সব কিছু সম্ভব হয়েছে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে। উনার আমলেই সারাদেশে একযোগে বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে বছরের প্রথমদিনকে বই উৎসব হিসেবে পালন করা সম্ভব হয়েছে। সরকার প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে ব্যাপক কাজ করে যাচ্ছেন। তাই শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বই উৎসব ২০১৮ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান। আলোচনা সভা শেষে নতুন বই তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা এদিকে দুপুরে ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের বই উৎসব ও দুর্নীতি কমিশন কর্তৃক শিক্ষা উপকরণের উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গবেন্দু রঞ্জন রায়। উপস্থিত ছিলেন ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সহকারী শিক্ষক আলমগীর তালুকদার, এসএমসি সদস্য শাহআলম দীপ, সাংবাদিক সৈদুর রহমান তালুকদার প্রমুখ।