‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটেও অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা। ২১ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় সিলেটের সিভিল সার্জন সভা কক্ষে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. লুৎফুন্নাহার জেসমিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার তানিয়া আকতার, এডিশনাল এসপি মো: মহবুবুল আলম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: জাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো রায়জীদ খান, জেলা তথ্য অফিসের সহকারি তথ্য অফিসার উজ্জ্বল শীল, ইমাম প্রশিক্ষণ একাডেমীর সহকারী পরিচালক মো: আনোয়ারুল কাদির প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা. মীর্জা লুৎফুল রাবী।
আগামী ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ১৪দিন ব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে জেলায় ১৪৫টি ইপিআই সেন্টারে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। বিজ্ঞপ্তি