মোঃ হাসু কবির
খাই দাই ঘুরিফিরি
লেখাপড়া লাটে
দিনরাত আড্ডায়
পড়ে থাকি বাটে।
মদ জুয়ার আসরে
বসি মাঝে মাঝে
সহযোগিতা করি না
গৃহেরও কাজে।
লাজ ভয় নেই মনে
শুনি না বারণ
অভিযোগ আসে রোজ
দোষের কারণ।
ভালোবাসা প্রেমপ্রীতি
এই বুকে নাই
সম্মান স্নেহ দিতে
ভুলে গেছি তাই।
তাজহীন রাজা হয়ে
বাবু সেজে ঘুরি
ন্যায় অন্যায় মাঝে
করি বাহাদুরি।
উদাসী মন মেজাজ
থাকে খিটখিটে
অঘোষিত মহারাজা
আমি ডানপিটে।