ব্যাংক সাইবার নিরাপত্তা

32

সুদূর অতীতে ধাতব কলসে সঞ্চিত ধনসম্পদ মাটির নিচে পুঁতে রাখা হতো। পরে গোপন কক্ষের সিন্দুকে রাখা হতো অর্থ। আধুনিককালে ব্যাংক হলো সঞ্চয়ের নিরাপদতম স্থান। মানুষ তাই এখন আর গোপন সিন্দুকে নয়, টাকা এবং সোনাদানা রাখে ব্যাংকে। স্থানীয় তস্কর ও ডাকাতের পক্ষে প্রায় অসম্ভব ব্যাংকে সুরক্ষিত মূল্যবান রত্নভান্ডার আত্মসাত করা। তবে ডিজিটাল যুগে সাত সমুদ্র তেরো নদী পারের দূরবর্তী কোন শিক্ষিত ধূর্ত চোর বা ডাকাত সাইবার দুর্গ ভেদ করে সঞ্চিত অর্থ লোপাট করে নিতে পারে। এই আধুনিক ডাকাতদের অভিহিত করা হয় হ্যাকার হিসেবে। কিছুকাল হলো এই হ্যাকারদের জন্য সাইবার হামলার আশঙ্কায় দেশের ব্যাংকে ব্যাংকে আতঙ্ক বিরাজ করছে। কোরিয়ার একটি হ্যাকার চক্র বাংলাদেশের ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে এমন আশঙ্কার কথা জানায় বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্স রেসপন্স টিম (সিআইআরটি)। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিংয়ে ওই দেশটির হ্যাকার গ্রুপ জড়িত ছিল। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের হ্যাকিং ঝুঁকি সংক্রান্ত নির্দেশনার পর এটিএম, কার্ড ও অনলাইন লেনদেনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে দেশের ব্যাংকগুলো।
ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা বাড়ানোর যে প্রক্রিয়া চলমান তাতে আরও গতি আনা চাই। গ্রাহকদের প্রত্যাশা সার্বিক সুরক্ষার। সেখানে এতটুকু ফাঁকফোকর কাম্য নয়। হ্যাকাররা একবার অর্থ হাতিয়ে নিলে তা আবার ফেরত পাওয়া কতটা জটিল এবং প্রায় অসম্ভব একটি কাজ বাংলাদেশ ব্যাংকের অতীত অভিজ্ঞতাই সেটি বলে দেয়। দেশে দেশে হ্যাকাররা সব সময়েই সক্রিয়, তাই তাদের ভয়ে ব্যাংকিং সীমিত করে ফেলা নয়, বরং সুরক্ষা বাড়িয়ে চতুর ডাকাতদের দিকেই চ্যালেঞ্জ ছুড়ে দেয়াই শক্তিমত্তার পরিচয়। গ্রাহকরা দৃঢ়ভাবে বিশ্বাস করে সেদিন খুব দূরে নয়, যখন ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা এমন বজ্রকঠিন হয়ে উঠবে যে তা বিশ্বে দৃষ্টান্ত হবে। আমরা আগেও বলেছি এটিএম সেবা এবং সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হবে। প্রতিনিয়ত নিরাপত্তা হালনাগাদ করতেই হবে।