রাজীব হাসান
সুখ পাখিটা দেয় না ধরা আমার ছোট্ট খাঁচায়
আপন নীড়ে উড়ছে দেখো জীবনটাকে বাঁচায়,
সুখের টানে মেলছে ডানা সুদূর আকাশে
একটু খানি বাতাস এলেই ঘর ভাগে বাতাসে।
সুখ পাখিটা উড়ছে দেখো মাঠের ওই তেপান্তরে
গাইছে দেখো স্বপ্ন সুখে গুনগুনিয়ে অন্তরে,
আকাশ পাতাল এক করে সব ঘুরছে সদাই সবখানে
সূর্য মামা উকি মারে ঠিক আকাশের মাঝখানে।
সুখ পাখিটা গাইছে দেখে মিষ্টি মধুর সুরে
কোকিল কন্ঠ শোনো তো ভাই আর যেয়ো না দূরে,
সুখ পাখিটা দেয় না ধরা করছে শুধু অবহেলা
সুখের সাথে করছে দেখো কত রকম আজব খেলা।