‘বঙ্গবন্ধুর ডাকে মাত্র বিশ বছর বয়সে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র, দেশের মাটি শত্রুমুক্ত করতে। বার বার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন, যুদ্ধের ময়দানে বুলেট তার বুকের বাম পাশ দিয়ে প্রবেশ করে শরীরের পেছন দিকে বেরিয়ে গেছে, মর্টারের স্প্রিন্টারে মাথা-পাÑকান ক্ষতিগ্রস্ত হলেও তিনি দমে যাননি। শেষ পর্যন্ত বিজয়ীর বেশে ফিরেছেন দেশে।’
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণকালে এসব তথ্য তুলে ধরেন। সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাসমিডিয়া সিফডিয়া’র উদ্যোগে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি শিশুদেরকে মুক্তিযুদ্ধের গল্প শোনান।
সিলেট স্কলার্স হোমের অষ্টম শ্রেণির ছাত্র আহনাফ নাফির সঞ্চালনায় হাউজিং এস্টেটস্থ ফরিদবাগে গত মঙ্গলবার সন্ধ্যায় ঘরোয়া পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন জুন্নুরাইন কদর তাজিম, মির্জা রাইয়ান, তালহা তাজরিয়ান, নাফিসা চৌধুরী, মির্জা ওমর, শেখ দায়িম তাওসিফ, শেখ মালিহা মারিয়াম, তালবিয়া জান্নাত মারওয়া প্রমুখ। বিজ্ঞপ্তি