আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখার কার্যকরী সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলমগীর কবির (৫৬)।
৬ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাত ১১ টা ৫০ মিনিটে ঢাকার মুগদা হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জীবদ্দশায় তিনি ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির একাধিকবারের নির্বাচিত সভাপতি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান, খয়েরদিচর দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ধর্মপাশা ডিগ্রী কলেজ গভর্ণিং বডির সাবেক সদস্যসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
আলমগীর কবির এর মৃত্যু সংবাদে তাৎক্ষণিকভাবে জেলার নির্বাচিত এমপি, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ শোক প্রকাশ এর পাশাপাশি নিহতের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পৃথক বিবৃতিতে পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ এম.এ মান্নান এমপি, সুনামগঞ্জ-৫ নির্বাচনী এলাকার সংসদ সদস্য জননেতা এম মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম (শামীমা শাহরিয়ার), জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সাবেক সংসদ সদস্য এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনাসিন্ধু চৌধুরী বাবুল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জাহান, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক প্রকাশক আহমদুজ্জামান হাসান, জাতীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার বিপ্লব, জেলা পরিষদ সদস্য শামীম আহমেদ মুরাদ ও নুরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শোক প্রকাশ অব্যাহত রেখেছেন।
তারা আওয়ামীলীগ নেতা মরহুম আলমগীর কবিরের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সোমবার বাদ জোহর ধর্মপাশা গ্রামের জামে মসজিদে নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।