বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে নগরীর ৫নং ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের মোয়াজ্জিন হাফিজ ইলিয়াস মিয়া।
সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক ফজলুর রহমানের সভাপতিত্বে ও যুবদল নেতা হাবিবুর রহমান জুয়েলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দল প্রতিষ্ঠা করেন এরপর থেকে জুলুম নির্যাতন হওয়ার পরও বিএনপি এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি বলেন, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৭৫ বছর বয়সেও কারান্তরীণ অবস্থায় ছিলেন এবং বর্তমানে তিনি মুক্তভাবে কোন বক্তব্য দিতে পারছেন না। অনেক জেল-জুলুম, অত্যাচার-নিপীড়ন সহ্য করার পরও আগামীদিনের কান্ডারী তারেক রহমান আজকে দল পরিচালনা করে আসছেন। ইনশাআল্লাহ আগামীতে একটি শক্তিশালী দল গঠন করা হবে। বিজ্ঞপ্তি