কুলাউড়ায় সরকারী বাঁশ মহাল জবর দখলের চেষ্টা

34

শাহ আলম শামীম, কুলাউড়া থেকে :
কুলাউড়া উপজেলার সরকারের কোটি টাকা রাজস্ব উপার্জনকারী ছোট কালাইগিরি বাঁশ মহাল জবরদখলের উদ্দেশ্যে ২ একর জায়গার বাঁশসহ গাছগাছালি কেটে সাবাড় করেছে একটি প্রভাবশালীমহল। জবর দখলের স্থানের কর্তনকৃত ৮শ বাঁশ জব্দ করে গতকাল মঙ্গলবার কুলাউড়া থানায় সাধারণ ডায়েরী করেছে কুলাউড়া বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, কুলাউড়া রেঞ্জের অধীনে মুরাইছড়া বিট অফিসের আওতাধীন ছোট কলাইগিরি বাঁশ মহাল জবর দখলের উদ্দেশ্যে সম্প্রতি কয়েক হাজার বাঁশ কেটে সাবাড় করে একটি প্রভাবশালী মহল। গতকাল মঙ্গলবার সকালে মুরাইছড়া বিট অফিসার চন্দন ভৌমিকসহ বন বিভাগের অন্যান্য স্টাফ অভিযান পরিচালনা করে ৮শ মুলি বাঁশ জব্দ করেন। এবং বিট অফিসার চন্দন ভৌমিক বাদী হয়ে গতকাল কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এ ব্যাপারে কুলাউড়া রেঞ্জের সহযোগী রেঞ্জার রিয়াজ উদ্দিন জানান, বাঁশ মহালটি ২০০৯ সালে নিলাম হয়েছিল। বর্তমানে বন বিভাগের অধীনে রয়েছে। বিন্তু একটি প্রভাবশালী মহল  মহালের বাঁশ ও জংগল পরিষ্কার করছে খবর পেয়ে বনবিভাগ অভিযান পরিচালনা করে বাঁশ জব্দ করে জবরদখলমুক্ত রেখেছে ঐ স্থানটি।