আমাদের দেশ

8

ফেরদৌসী খানম রীনা

অপূর্ব সুন্দর আমাদের এই দেশ,
মনোরম পরিবেশের নেই কোনো শেষ।

যেদিকে তাকাই ফুলে ফলে সুন্দর,
পাখির কাকলিতে ভরে যায় অন্তর।

এমন দেশটির জুড়ি মেলা ভার,
হৃদয় মাঝে ছবি আঁকা তার।

জেলেরা খালে বিলে ধরে মাছ,
মাঠে মাঠে খেলা করা ছেলেদের কাজ।

রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে,
পল্লী বধূরা কলসি কাঁখে চলে যায় ঘাটে।

এই দেশে জন্মে আমি ধন্য,
যাদের জন্য পেয়েছি এই দেশ তাদের করি মান্য।

এই দেশকে পাবার জন্য দিয়েছে প্রাণ কতজন,
দিয়েছে যারা প্রাণ উদার কত তাদের মন!

তাই সবাই আমরা দেশকে ভালোবাসবো,
দেশের জন্য হাসিমুখে প্রাণ দেবো।

ধন্য আমি এদেশের সন্তান,
জীবন দিয়ে রাখবো দেশের মান।

যতদিন দেহে থাকবে প্রাণ,
দেশের জন্য রেখে যাবো অবদান।

আজ শপথ করি দেশকে ভালোবাসবো,
দেশের জন্য জীবন বাজি রাখবো।

তাই যেন রাখি স্মরণ,
এই দেশের মাটিতে হয় যেন মরণ।

সকল দেশের সেরা যে দেশ,
নাম তার বাংলাদেশ।