এম সি কলেজের শ্রীকান্ত ছাত্রাবাস : ঐতিহ্যবাহী এম সি কলেজের শহীদ শ্রীকান্ত ছাত্রাবাসের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী উপলক্ষে এক প্রস্তুতি সভা আগামীকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর কুমারপাড়ার এ ব্লকের ১০/১ নম্বর বাসায় (মা-মনি ক্লিনিকের পেছনে) অনুষ্ঠিত হবে। এ প্রস্তুতি সভায় ছাত্রাবাসের প্রাক্তন ছাত্রদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক পুলক কান্তি তালুকদার ও সদস্য সচিব অমূল্য কুমার চৌধুরী। বিজ্ঞপ্তি
দারুল আজহার মাদরাসা : শাহজালাল উপশহরে প্রতিষ্ঠিত দারুল আজহার মডেল মাদরাসার ইবতেদায়ী-জেডিসি ট্যালেন্টপুল বৃত্তি বিজয়ী ও হিফজুল কুরআন সমাপনকারীদের বৃত্তি ও পাগড়ী প্রদান এবং ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার সিলেট নগরীর মেন্দিবাগস্থ হোটেল গার্ডেন ইন-এ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপ-মহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা তফজ্জুল হক হবিগঞ্জী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দারুল আজহার ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার। এছাড়াও অনুষ্ঠানে বরেণ্য শিক্ষাবিদগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সকাল ১০টা থেকে শুরু হওয়া ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সিলেটবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি
সিলেটে হেফাজত : মায়ানমারের রাখাইনের রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর হেফাজতে ইসলামের উদ্যোগে আগামীকাল ১৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা এক বিক্ষোভ মিছিল বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে বের হবে। মিছিলটি নগরীর প্রধান প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট সিটি পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হবে।
বিক্ষোভ মিছিল সফলের জন্য হেফাজত ইসলামের নেতৃবৃন্দ সহ নগরীর সর্বস্তরের মুসল্লিগণকে অংশ গ্রহণের আহবান জানিয়েছেন মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল বাছিত বরকতপুরী ও সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ খান। সিলেট মহানগর হেফাজতের প্রচার সেলের সদস্য মাওলানা সালেহ আহমদ শাহবাগী স্বাক্ষরিত পাঠানে প্রেস বিজ্ঞপ্তিতে মহানগর হেফাজতের সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বয় জানান, শুক্রবারের শান্তিপূর্ণ মিছিলের জন্য ইতিমধ্যে আমরা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ শেষ করেছি। বিজ্ঞপ্তি